স্কুল পড়ুয়াদের নিয়ে ‘এডুকেশন অলিম্পিক’ অনুষ্ঠিত হল শ্রীরামপুরে। প্রয়াত উইলিয়াম কেরি গবেষক তথা ইতিহাসবিদ সুনীলকুমার চট্টোপাধ্যায়ের স্মৃতিতে গত ৭ এপ্রিল ওই কর্মসূচির আয়োজন করে হুগলির ‘মা অন্নদা আশ্রম’। শ্রীরামপুরের রাজ্যধরপুর নেতাজী উচ্চ বিদ্যালয়ে (বালক) ওই অনুষ্ঠান হয়। স্থানীয় তরুণ-তরুণী থেকে শুরু করে বহু শিক্ষানুরাগী সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আশ্রমের কর্ণধার কার্তিক বণিক জানান, পঞ্চম শ্রেণির পড়ুয়া থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের মেধা অন্বেষণের লক্ষেই বিভিন্ন বিষয়ের উপর তাঁদের পরীক্ষা নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক পড়ুয়া এতে যোগদান করেন। মোট ৬৫ জনকে পুরস্কৃত করা হয়। পঞ্চম শ্রেণির পড়ুয়াদের মধ্যে প্রথম হয় ব্যান্ডেল বিদ্যামন্দিরের সুকন্ন দে। ষষ্ঠ শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সৌম্যদীপ মেদ্দা। সপ্তম এবং অষ্টম শ্রেণিতে প্রথম স্থানাধিকারী ওই স্কুলেরই স্নেহাশিস বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কিত সাহা। নবম শ্রেণিতে জয়ীর শিরোপা ওঠে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাইস্কুলের বিদিত সরকারের মাথায়। হাওড়ার শিবপুরের বিই কলেজ মডেল স্কুলের অরিত্র মুখোপাধ্যায় দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে। এ বারের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভাগে প্রথম হয় তারকেশ্বরের বিরাজমোহিনী উচ্চ বিদ্যালয়ের তনিমা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর কলেজের কেরি লাইব্রেরি অ্যান্ড রিসার্চ সেন্টারের কিউরেটর তপনকুমার বন্দ্যোপাধ্যায়, বিজ্ঞানী মোহনলাল ঘোষ প্রমুখ। উদ্যোক্তাদের সাধুবাদ জানান তাঁরা। |