রাস্তা চওড়া হবে বলে ভাঙা হয়েছিল দোকান। কিন্তু রাস্তা চওড়া হওয়া দূরের কথা, মেরামতও হয়নি।
উলুবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে স্টেশন রোড থেকে উত্তরে চলে গিয়েছে এককড়ি সিংহরায় রোড। এই রাস্তা গিয়ে উঠেছে ৬ নম্বর জাতীয় সড়কে (মুম্বই রোড)। গুরুত্বপূর্ণ এই রাস্তার হাল দীর্ঘ দিন ধরে খারাপ। ১০ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর রবিয়াল হক মোল্লা বলেন, “রাস্তাটি চওড়া করার লক্ষে পুরসভার অনুমতি নিয়ে স্থানীয় দোকানগুলি ভাঙা হয়। পুরসভার ইঞ্জিনিয়ার ঘুরেও যান। প্রায় ৩৩ লক্ষ টাকার প্রস্তাবিত খরচের হিসেব জমা দেওয়া হয়। এটা ২০১২ সালের মে মাসের কথা।” তাঁর অভিযোগ, “তারপর রাস্তার কাজ শুরু হয়নি।” রাস্তা তৈরি না হওয়ার পিছনে রাজনীতি রয়েছে বলেও মনে করছেন তিনি। তাঁর দাবি, “তৃণমূল পরিচালিত পুরসভায় ঠিকেদারি করতে গেলে দলীয় আনুগত্যর প্রমাণ দিতে হয়। সেই কারণে ঠিকেদার পাওয়াও সমস্যা হয়ে গিয়েছে।” |
রাস্তা তৈরি না হওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না পুরসভার আধিকারিকেরাও। পুরসভার পূর্তবিভাগের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান পারিষদ শেখ সেলিম বলেন, “আমি তো অনুমতি দিয়েই দিয়েছি। তবুও কেন রাস্তার কাজ হচ্ছে না, খোঁজ নিয়ে দেখব।” পুরপ্রধান দেবদাস ঘোষের দাবি, “ঠিকেদারিতে দলীয় আনুগত্যের কথা সম্পূর্ণ মিথ্যা। রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে। ঠিকাদার শীঘ্রই কাজ শুরু করবে।”
রাস্তা না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষের। স্থানীয় দোকানি শেখ ইসরাইল বলেন, “সাধারণ মানুষের স্বার্থেই আমরা পুরসভাকে দোকান ভাঙতে দিয়েছিলাম। কিন্তু মানুষের অসুবিধা রয়েই গেল। এখন রাস্তা দিয়ে ভাল করে হাঁটাচলাই করা যায় না।” এলাকার বাসিন্দা তপন নিয়োগী বলেন, “মুম্বই রোড উলুবেড়িয়া স্টেশনে যাওয়ার জন্য একমাত্র পথ হল এই রাস্তা।” রাস্তাটি কবে চওড়া হয় এখন সেটাই দেখার। |