উত্তর-পূর্ব বঞ্চিত, বন্ধের মণিপুরে স্বীকারোক্তি প্রণবের
শান্তি-অসন্তোষ মণিপুরের নিত্যসঙ্গী। অর্থনৈতিক অবরোধ এখানে জারি থাকে মাসের পর মাস। নিত্যদিন বন্ধের রাজনীতিতে অভ্যস্ত আম-জনতা। আজ সেই মণিপুর দিয়েই উত্তর-পূর্ব সফর শুরু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে উত্তর-পূর্বের রাজ্যগুলির বঞ্চনা ও অবহেলার অভিযোগ মণিপুরের মাটিতে দাঁড়িয়ে স্বীকারও করে নিলেন তিনি। দলীয় রাজনৈতিক দায়বদ্ধতার কারণে আগে যা স্বীকার করতে পারেননি, তা-ই মেনে নিলেন রাষ্ট্রপতি হিসেবে।
ইম্ফলের আদিমজাতি শিক্ষা আশ্রমে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
ও মণিপুরের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি। ছবি: পিটিআই।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার এই অভিযোগ নতুন নয়। সামাজিক উন্নয়ন থেকে পরিকাঠামো নির্মাণ, অধিকাংশ ক্ষেত্রেই দেশের জাতীয় গড় থেকে বহু পিছনের সারিতে অবস্থান উত্তর-পূর্বের। ফলে ওই অঞ্চলে মাথা চাড়া দিয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন। আবার সেই জঙ্গি দমন করতে গিয়ে বাড়াবাড়ির অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। মণিপুরে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা প্রত্যাহারের (আফস্পা) দাবিতে এক দশক ধরে অনশন করছেন শর্মিলা চানু।
অনেকের মতে, প্রণববাবুর উত্তর-পূর্ব সফর তাই রাজনৈতিক ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি নির্বাচনে জেতার পর প্রণববাবুর প্রতিশ্রুতি ছিল, পাঁচ বছরের মেয়াদে ভারতের সব রাজ্য সফর করবেন। ইতিমধ্যেই দক্ষিণ ও পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য ঘুরে এসেছেন তিনি। আগামী এক মাসের মধ্যেই ফের অসম-সহ উত্তর-পূর্ব সফরে আসবেন তিনি। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি পদটি আলঙ্কারিক। কিন্তু ব্যক্তিটি প্রণববাবু বলেই অনেকের ধারণা, এই সফরের মাধ্যমে উত্তর-পূর্বের পাশে থাকার বার্তা দিতে চাইছে কেন্দ্র।
আজ মণিপুরে আদিমজাতি শিক্ষা আশ্রমের হীরক জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে প্রণববাবু স্বীকার করে নেন, উত্তর-পূর্বের বঞ্চনা সাম্প্রতিক ঘটনা নয়। বরং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় থেকেই অবহেলার শিকার হয়েছে ওই রাজ্যগুলি। তবে এই স্বীকারোক্তির পরেই তাঁর আশ্বাস, উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্র বদ্ধপরিকর। ইউপিএ সরকারের সাফল্যগুলিও তুলে ধরেছেন প্রণববাবু। তাঁর কথায়, “মানুষকে রোজগার দিতে আইন আনা হয়েছে। আম-আদমি পেয়েছে তথ্য জানার অধিকারও। ১৯৫০ সালে সকলকে শিক্ষার অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন সরকার। এত দিনে তা সফল হয়েছে।” আজ সকালে ইম্ফলে তুমুল বৃষ্টি নামায় চিন্তায় পড়ে যান অনুষ্ঠানের আয়োজকেরা। তার উপরে প্রণববাবুর সফর বয়কট করে বন্ধের ডাক দিয়েছে জঙ্গিরা। কিন্তু সব উপেক্ষা করেই রাস্তার দু’পাশে রাষ্ট্রপতিকে দেখার জন্য ভিড় করে দাঁড়িয়েছিলেন মণিপুরের মানুষ। নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায়নি স্থানীয় প্রশাসন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.