|
|
|
|
দুই দুর্ঘটনায় মৃত ৪ |
সিকিমের পাহাড়ি পথে গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ |
নিজস্ব প্রতিবেদন |
খাদে গাড়ি পড়ে চালক ও পর্যটকের মৃত্যুর জেরে পাহাড়ি পথে পর্যটকদের গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ করল পূর্ব সিকিম পুলিশ। সোমবারই নির্দেশ জারি হয়েছে।
রবিবার বিকেল থেকেই টানা শিলাবৃষ্টিতে গ্যাংটকের সঙ্গে পূর্ব সিকিমের নাথুলার যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তায় দাঁড়িয়ে পড়ে অসংখ্য গাড়ি। নাথুলা থেকে গ্যাংটক ফেরার পথে ন’মাইল এলাকায় অন্ধকারে একটি পর্যটক বোঝাই গাড়ি অন্য গাড়িকে ওভারটেক করে এগোতে গিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। তুষারপাত ও শিলাবৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রিয়া পল (২৮) নামে এক পর্যটকের। মারা যান পূর্ব সিকিমের বাসিন্দা গাড়িচালক কেসাং নামগিয়ালও (৩০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রিয়া মধ্যপ্রদেশের বাসিন্দা হলেও একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কলকাতা শাখায় কর্মরত ছিলেন। গাড়িটিতে ছিলেন ওই প্রতিষ্ঠানেরই সাত কর্মী। বাকিদের গ্যাংটকের কাছাকাছি একটি সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রিয়ার সহকর্মী দুর্গাপ্রসাদ বলেন, “শিলাবৃষ্টির মধ্যে গাড়ি চলছিল। দুর্ঘটনার পরে আমার জ্ঞান ফেরে হাসপাতালে।”
পূর্ব সিকিমের জেলা পুলিশ সুপার মনোজ তিওয়ারি জানান, আহত এক জনের অবস্থা আশঙ্কাজনক। অর্পিতা সাহা নামে ওই মহিলা আইসিইউতে চিকিৎসাধীন। বাকি সকলেই স্থিতিশীল। পূর্ব সিকিমের জেলাশাসক এ কে সিংহ বলেন, “আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হয়েছে। গাড়িটিকেও উদ্ধার করা হয়েছে।” কলকাতায় ওই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তৃপক্ষ জানান, তাঁরা মৃত এবং আহত সব কর্মীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এ দিন পূর্ব সিকিমের জেলা পুলিশের সদর দফতর থেকে জারি করা এক নির্দেশে জানানো হয়, সকাল ৯টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত গ্যাংটক থেকে নাথুলাএই ৫৫ কিলোমিটার রাস্তায় পর্যটকদের গাড়ি চলতে দেওয়া হবে। গ্যাংটক থেকে সকাল ১০টার পরে কোনও গাড়িকে নাথুলার দিকে যেতে দেওয়া হবে না। দুপুর আড়াইটের মধ্যে সব গাড়িকে গন্তব্যে পৌঁছতে হবে। গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার প্রতিটি চেকপোস্টে গাড়ির তথ্য নথিবদ্ধ করাতে হবে। পুলিশ সুপার বলেন, “দিনের আলো থাকতেই যাতে সব গাড়ি পূর্ব সিকিমের পাহাড়ি রাস্তা অতিক্রম করতে পারে, সে জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।” সিকিম প্রশাসন সূত্রে খবর, এ দিন দুপুরের পরে গ্যাটংক থেকে নাথুলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। বিকেলে নাথুলা, বাবামন্দির, ছাঙ্গু এলাকায় তুষারপাত শুরু হয়েছে। গ্যাংটকেও বৃষ্টি চলছে। এ দিন দুপুরে পূর্ব সিকিমের রোরাথাং এলাকায় গাড়ি খাদে পড়ে স্থানীয় দুই বাসিন্দার মৃত্যু হয়েছে। নাথুলা-গ্যাংটক রাস্তায় বহু পর্যটকদের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তাঁদের দেখভালের জন্য পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক জানান, আটকে পড়া পর্যটকদের খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সিকিমের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, “ঘূর্ণাবর্তের জেরে পূর্ব সিকিমের আকাশে বজ্রগর্ভ মেঘ জমে টানা শিলাবৃষ্টি হয়েছে। আরও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।” |
|
|
|
|
|