শুক্রবার প্রায় ৩০০ পয়েন্ট পড়ার পর সোমবারই কিছুটা ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। এই দিন সেনসেক্স বেড়েছে ১১৫.২৪ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে তা দাঁড়িয়েছে ১৮,৩৫৭.৮০ অঙ্কে।
যে-খবর বাজারে সব থেকে বেশি প্রভাব ফেলেছে তা হল, মার্চে সার্বিক মূল্যবৃদ্ধির হার ৫.৯৬ শতাংশে নেমে আসা। গত ৪০ মাসে যা সর্বনিম্ন। বাজারের প্রত্যাশার তুলনায় এই ফল অনেকটাই ভাল। এর জেরেই আগামী ৩ মে-র ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক ফের সুদ কমাতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সেই আশায় ভর করেই এ দিন কিছুটা উঠেছে সূচক।
এ দিন অবশ্য লেনদেন শুরুর পর বাজার পড়ছিল। এক সময়ে আগের দিনের থেকে ১০০ পয়েন্টেরও বেশি পড়ে সেনসেক্স এসে দাঁড়ায় ১৮,১৪৪.২২ অঙ্কে। তবে পরে মূল্যবৃদ্ধি কমা-সহ বেশ কিছু ভাল খবরের জেরে দ্রুত উঠতে থাকে সূচক।
তবে এই উত্থানকে বাজারের ঘুরে দাঁড়ানো বলে মানতে নারাজ বিশেষজ্ঞরা। সুমেধা ফিসকাল সার্ভিসেসের ডিরেক্টর বিজয় মুর্মুরিয়া বলেন, “বাজারের উপর এখন ভরসা রাখা মুশকিল। আজ উঠেছে ঠিকই। কিন্তু কাল যে পড়বে না, তার কোনও নিশ্চয়তা নেই।” বাজার কবে স্থিতিশীল হবে? এর উত্তর অবশ্য কেউই সঠিক ভাবে দিতে পারছেন না। বিজয়বাবু বলেন, “আমার ধারণা, লোকসভা নির্বাচনের আগে বাজারে স্থিতিশীলতা আসার সম্ভাবনা কম।”
বাজারের সঙ্গে তাল রেখে এ দিন সামান্য বেড়েছে ইনফোসিসের শেয়ার দরও। শুক্রবার ২১% পড়ার পর আজ সোমবার তা বিএসইতে ১.৬৮% বৃদ্ধি পেয়ে এসে দাঁড়ায় ২৩৩৩.৯৫ টাকায়।
অন্য দিকে, এ দিন বিশ্ব বাজারগুলি তেমন চাঙ্গা ছিল না। এশিয়া ও ইউরোপ উভয় অঞ্চলের শেয়ার সূচকগুলির মুখই নীচের দিকে ছিল। |