ফের কমলো পেট্রোলের দাম। গত এক মাসে তিন বার। মধ্যরাত থেকেই পেট্রোলের দাম লিটারে ১ টাকা কমেছে বলে জানিয়েছে রাষ্ট্রয়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল। কর যোগ করে কলকাতায় তা কমছে লিটার পিছু ১.২৪ টাকা। দাঁড়াচ্ছে ৭৩.৪৮ টাকায়। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার জন্যই দেশে পেট্রোলের দাম কমানো হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। উল্লেখ্য, বিশ্ব বাজারে এখন অশোধিত তেলের দাম ব্যারেলে ১১৬.৬১ ডলার। তবে, পেট্রোলের দাম কমালেও, ডিজেলের দাম বাড়ানোর কথা এ দিন ঘোষণা করেনি তেল সংস্থাটি। কেন্দ্রের নীতি মেনে এ দিনই ওই দাম বাড়ানোর কথা ছিল। প্রসঙ্গত, যত দিন না পর্যন্ত ভর্তুকিতে ডিজেল বিক্রি করায় সংস্থাগুলির ক্ষতি পুরোপুরি মেটে, তত দিন প্রতি মাসে ওই দাম লিটারে ৪০-৫০ পয়সা বাড়ানোর নীতি নিয়েছে কেন্দ্র।
|
প্রাকৃতিক গ্যাসের দাম বাজারের হাতে ছাড়া নিয়ে কেন্দ্রকে পথনির্দেশ তৈরি করতে অনুরোধ জানাল রিলায়্যান্স-বিপি জোট। সোমবার রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ কর্ণধার মুকেশ অম্বানী ও বিপি-র বব ডাডলি প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-সহ বেশ কয়েকজন সরকারি কর্তার সঙ্গে দেখা করে এই অনুরোধ জানান। এ দিন দেশে দুই সংস্থার লগ্নি পরিকল্পনাও পেশ করেন তাঁরা।
|
কয়লা ও সড়ক নির্মাণ ক্ষেত্রের জন্য আলাদা আলাদা নিয়ন্ত্রক সংস্থা গড়বে কেন্দ্র। আগামী দুই থেকে চার মাসের মধ্যে তা করা হবে বলে আজ এখানে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। ভারত-কানাডা বাণিজ্য পরিষদের বৈঠকে এই মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যেই এই উদ্যোগ। পাশাপাশি, কানাডার সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তির ব্যাপারে ভারতের কোনও অসুবিধা নেই বলে জানান তিনি।
|
সঞ্জয় নিগম টিভিএস অটোমোবাইল সলিউশন্স-এর নতুন প্রেসিডেন্ট এবং সিইও হয়েছেন। |