বিনোদন
নানা রঙে বর্ষবরণ শিল্পাঞ্চলে
ন্দিরে মন্দিরে প্রার্থনা, গান, প্রভাতফেরি, গান, আবৃত্তি, আড্ডায় সোমবার বর্ষবরণে মাতল আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে জমে উঠল বাঙালির নববর্ষের উৎসব।
এ দিন সকাল থেকেই আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জনপ্রিয় মন্দিরগুলিতে ভিড় ছিল। আসানসোলের ঘাঘরবুড়ি, কুলটির কল্যাণেশ্বরী, ডিসেরগড়ের ছিন্নমস্তা, মহিষকোটার চন্দ্রচূড় মন্দির-সহ ছোট বড় সমস্ত ধর্মস্থানেই ভোরের আলো ফুটতেই পুজো দিতে ভিড় জমান এলাকার মানুষ। বছরের প্রথম দিন হালখাতা করার আগেও মন্দিরে ভিড় জমে ব্যবসায়ীদের।
আগের রাতে ঝড় বৃষ্টি হওয়ায় সোমবার দিনের তাপমাত্রার পারদ খুব বেশি চড়েনি। বাড়তি পাওনা ছিল ছিল ধুপছায়া আবহাওয়া। তাই সকাল থেকেই নববর্ষ উদ্যাপন করতে রাস্তায় বেরিয়ে পড়েছেন আট থেকে আশি সব বয়সের মানুষজন। দুর্গাপুরে বিভিন্ন সংস্থা ও ক্লাবের পক্ষ থেকে বর্ষবরণের আয়োজন করা হয়।
মঞ্চে সাবিনা ইয়াসমিন। —নিজস্ব চিত্র।
‘কুনুর কথা’ পত্রিকার তরফে ঝাঝা গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুর্গাপুরের আড়রা শিব মন্দির, পিয়ালা কালী মন্দির, ভিড়িঙ্গি কালী মন্দিরে সকাল থেকে পুজো দেওয়ার লম্বা লাইন ছিল। সন্ধ্যায় শহরের ‘বি’ জোনের একটি ক্লাব সমন্বয় কমিটির পক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। স্থানীয় শিল্পীরা তো বটেই, অতিথি হিসেবে এসেছিলেন বাপি লাহিড়ী ও সাবিনা ইয়াসমিন। এছাড়াও এ দিন সন্ধ্যায় শহরের বিভিন্ন হোটেলে বর্ষবরণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুরনো বাংলা বছরের শেষ ও নতুন বছরের শুরুর দিনটি ছিল সরগরম।
আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও আসানসোল, বার্নপুর, কুলটি, চিত্তরঞ্জন, রূপনারায়ণপুরে প্রভাতফেরি বেরিয়েছিল। রূপনারায়ণপুরের দেশবন্ধু পার্ক এলাকায় ভোর থেকেই পথচলতি মানুষ ও যান বাহনের যাত্রীদের শরবত খাওয়ান এলাকার বাসিন্দারা। আসানসোল গ্রাম কমিটির উদ্যোগে রামসায়র ময়দানে একটি বর্ষবরণের অনুষ্ঠান করা হয়। বার্নপুরের ভারতী ভবন-সহ একাধিক ছোটবড় সাংস্কৃতিক সংগঠন সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করে। রূপনারায়ণপুরের হিন্দুস্থান কেব্লস জলাশয়ের ধারে উত্তরাধিকার সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে একটি অনুষ্ঠানে যোগ দেন এলাকার শিল্পীরা। চিত্তরঞ্জনের বিবেকানন্দ স্মৃতি সমিতির উদ্যোগে বিবেকানন্দ মূর্তির পাদদেশে বর্ষবরণের অনুষ্ঠান পালন করা হয়। কুলটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সঙ্ঘ তাদের ৯৩ তম সম্মিলনী উপলক্ষে সোমবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.