বি আর অম্বেডকরের নামে একটি চেয়ার চালু হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। অম্বেডকরের ১২২তম জন্মদিন উপলক্ষে রবিবার শ্রীনিকেতনে এক আলোচনায় বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত এ কথা জানান।
বিশ্বভারতীর এসসি, এসটি, ওবিসি সংগঠন আয়োজিত ওই আলোচনায়, অম্বেডকরের জীবনের বিভিন্ন দিক, তৎকালীন সমাজে তাঁর অবদান, সমসাময়িক মনীষীদের চিন্তাদর্শ ও ভাবনা, সর্বোপরি সাম্প্রতিক কালে তাঁর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বক্তারা। |
সোমবার রামকিঙ্কর উদ্যান লাগোয়া ‘দিনেন্দ্র কুঞ্জ’-এর উদ্বোধন করেন বিশিষ্ট
রবীন্দ্রসঙ্গীত শিল্পী
দ্বিজেন মুখোপাধ্যায়।
বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “সঙ্গীত ভবনের পঠনপাঠনের
জায়গা হিসেবে দিনেন্দ্র কুঞ্জকে ব্যবহার করা হবে।” —নিজস্ব চিত্র |
শ্রীনিকেতনের সমাজ কর্ম বিভাগের ওই আলোচনায় সুশান্তবাবু বলেন, “খুব তাড়াতাড়িই বিশ্বভারতীতে বি আর অম্বেডকর নামাঙ্কিত একটি চেয়ার চালু হতে চলেছে।” এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তাব পাঠানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকেও তিনি নির্দেশ দেন। আলোচনায় ছিলেন ‘ডিরেক্টর অফ স্টাডিজ এডুকেশনাল ইনোভেশন এন্ড রুরাল রিকনস্ট্রাক্শন’-এর অধ্যাপিকা সবুজকলি সেন, পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ প্রশান্ত ঘোষ, অধ্যাপক সুকুমার পাল প্রমুখ।
এ দিকে সোমবার শান্তিনিকেতনে বর্ষবরণ উপলক্ষে একটি চিত্রপ্রদর্শনী উদ্বোধনের পরে উপাচার্য বলেন, “খুব শীঘ্রই রবীন্দ্র ভবনে রবীন্দ্রসঙ্গীতের একটি গবেষণাকেন্দ্র চালু হতে চলেছে। শুধু গানই নয়, ওই সঙ্গীতের মধ্যে থাকা চিন্তাধারা, আদর্শ, দর্শন ও বিজ্ঞানের বিষয় নিয়েও সেখানে গবেষণা চলবে।” এ দিনই রবীন্দ্র ভবনের ডিরেক্টর অধ্যাপিকা তপতী মুখোপাধ্যায় জানান, কেন্দ্রের অনুদানে কালানুক্রমিক রবীন্দ্র রচনাবলী তৈরির কাজ প্রায় শেষ। প্রথম খণ্ডটি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। |