স্কুলের জায়গা দখল করে বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে এলাকারই এক বাসিন্দার বিরুদ্ধে। সোমবার সকালে তারই প্রতিবাদে রোঙ্গাইপুরে সাঁইথিয়া-সিউড়ি রাস্তা আধ ঘণ্টা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
বাসিন্দাদের একাংশের অভিযোগ, সাঁইথিয়ার মাঠপলশা হাইস্কুলের প্রবেশ পথের ডানদিকের বেশ কিছুটা জায়গা দখল করে বাড়ি তৈরি করছেন স্থানীয় বাসিন্দা শেখ রমজান ও তাঁর ভায়েরা। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক বাসুদেব রায়-এর দাবি, “১৯৬৫ সালে মাঠপলশা গ্রামের বাসিন্দা শেষ নাজিবুল্লাহ স্থানীয় পঞ্চায়েত ও স্কুলকে ১ একর ১৫ শতক জমি দান করেছিলেন। যার মধ্যে স্কুলের ছিল ১৫ শতক। |
বিতর্ক এই বাড়ি নিয়েই। —নিজস্ব চিত্র |
কিছুদিন আগে থেকে নাজিবুল্লাহবাবুর নাতি শেখ রমজান ও তাঁর ভায়েরা স্কুলের মূল প্রবেশ পথের ডানদিকে বেশ কিছুটা জমি জোরদখল করার চেষ্টা করছেন। বিষয়টি এখন আদালতে বিচারাধীন।” তাঁর অভিযোগ, “মামলা নিষ্পত্তি হওয়ার আগেই তাঁরা ফের ওই জমি দখল করে বাড়ি তৈরি শুরু করেছেন। শুক্রবারই এ নিয়ে সাঁইথিয়া থানায় অভিযোগ করা হয়েছে। ফের রবিবার রাতে তাঁরা ত্রিপল টাঙিয়ে ওই জায়গা দখল করার চেষ্টা করে।”
এ দিন তারই প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের একাংশ পথ অবরোধ করেন। এ দিকে অভিযুক্ত শেখ রমজানের দাবি, “আদালতে মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে। দাদুর দেওয়া জমিতে নয়, আমাদেরই আরও যে জায়গা পড়ে আছে, সেখানেই ঘর করছিলাম।” তাঁর পাল্টা অভিযোগ, “কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে ওই ঘর ভেঙে দিয়েছে।” যদিও প্রধান শিক্ষক শিবপ্রসাদ সরকার বলেন, “বিষয়টি আদালতের বিচারাধীন, তাই কিছু মন্তব্য করাও ঠিক হবে না।” |