দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। রবিবার ৩৪ নম্বর জাতীয় সড়কে দিকনগর বাজারের কাছে বহরমপুরগামী একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। নাম রঞ্জন দাস (৪২)। বাড়ি কৃষ্ণনগরের কাছে হাতিশালায়। পুলিশ লরিটিকে আটক করেছে। চালক বেপাত্তা। অন্য দিকে হাঁসখালির পাত্রাপুরে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে রবীন দাস (৫০) নামে এক ব্যক্তির। বাড়ি চাপড়ার রানাবন্ধ এলাকায়। রাস্তার ধারে ভ্যানের উপর বসে থাকার সময় দক্ষিণপাড়াগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা মারে। রবীনবাবুকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
|
বিবাদে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
গাজনের মেলায় কান্দির কুমারসন্তে শনিবার রাতে বোলান গানের আসরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে। এর ফলে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জখম চার জন। তাঁদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের স্ত্রী ওই ঘটনায় পুলিশের কাছে নালিশ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বাকিদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “গাজনের মেলায় দু’পক্ষের গণ্ডগোলের জেরে এক জনের মৃত্যু হয়েছে। দু’জনকে পাকড়াও করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
|
নকল করে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
নামী কোম্পানির লেবেল সেঁটে নকল সাবান সহ বিভিন্ন সামগ্রী বিক্রির অভিযোগে শনিবার রাতে ধুলিয়ান থেকে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মহম্মদ আইনুদ্দিন ও ইব্রাহিম শেখ। আইনুদ্দিন বৈষ্ণবনগরের ও ইব্রাহিম ধুলিয়ান নতুন বাজারের বাসিন্দা।
|
দল পরিবর্তন
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বেলপুকুর পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের উদয় মণ্ডল বিজেপি-তে যোগ দিয়েছেন। রবিবার বিজেপির জেলা সভাপতি কল্যান নন্দীর উপস্থিতিতে তিনি দলবদল করেন।
|
গাঁজা সহ কান্দির জেমো থেকে পুলিশ শনিবার শান্তনু দাস ও ইমরান শেখ নামে দুই যুবককে গ্রেফতার করে।
|