|
|
|
|
ঝোড়ো হাওয়ায় ছড়াল আগুন |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বর্ষশেষের আগের রাতে ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে ভস্মীভূত হল হলদিয়ার কুকড়াহাটি এলাকার বাঁচালু গ্রামের ৬টি পরিবারের ঘর-বাড়ি। রবিবার সকালে গৃহহারা ওই সব পরিবারের প্রায় ৬৫ জন সদস্য কালিপুর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। মুসকান খন্দকার নামে একটি দেড় বছরের শিশুকে অগ্নিদগ্ধ অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আড়াইটে নাগাদ দমকা হাওয়া বইছিল হুগলি নদী সংলগ্ন ওই এলাকায়। বাঁচালু গ্রামের মুশা খন্দকারের বাড়িতে একটি লণ্ঠন উল্টে আগুন ধরে গেলে ঝোড়ো হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সাহালম খন্দকার, মান্নান খন্দকার, মাহালম খন্দকার, নূর হোসেন খন্দকার ও নূর আলম খন্দকারের বাড়িতে। বাকিরা বেরিয়ে গেলেও অগ্নিদগ্ধ হয় মুশার মেয়ে মুসকান। গ্রামের লোকেরাই পুকুর থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে খড়ের ছাউনির ৬টি মাটির বাড়ি পুড়ে ছাই হয়ে যায় নিমেষে।
এ দিন সকালে এলাকায় যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গৃহহারা সাহালম খন্দকার বলেন, “রায়ত জায়গায় কয়েক প্রজন্ম ধরে বাস করছি। বাড়ির সব পুড়ে ছাই হয়ে গেল। আর্থিক সাহায্য পেলে ভাল হয়।” স্থানীয় কংগ্রেসের তরফে কিছু চাল ও পঞ্চায়েতের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “গ্রাম পঞ্চায়েতকে ব্যবস্থা করতে বলেছি। যতটা সম্ভব আর্থিক সাহায্য করব আমরা।”
এ দিকে, শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার চাপবসান গ্রামে তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে এক পুরানো বাড়ির দোতলায় আগুন লেগেছিল। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শট সার্কিট থেকেই ঘটনাটি ঘটে বলে পুলিশের অনুমান। |
|
|
|
|
|