টুকরো খবর
হুগলির যুবতীর খোঁজ গড়বেতায়
এক যুবতীকে উদ্ধার করল পুলিশ। বছর উনিশের ওই যুবতীর নাম অঞ্জলি দাস। বাড়ি হুগলির ভদ্রেশ্বর থানার বিলকুলি নোয়াপাড়ায়। শনিবার রাতে গড়বেতা থানার রসকুণ্ডু থেকে তাঁকে উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিলেন ওই যুবতী। তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ অঞ্জলিকে থানায় নিয়ে আসে। রবিবার সকালে তাঁকে মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্তের কাছে পাঠানো হয়। মহকুমাশাসক তাকে একটি হোমে রাখার ব্যবস্থা করেন। ইতিমধ্যে জানা যায়, মা ও দিদার সঙ্গে শুক্রবার রসকণ্ডুর মেলায় এসেছিল অঞ্জলি। সেখান থেকে সে আলাদা হয়ে যায়। পুলিশ-প্রশাসনর্ অঞ্জলির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। বাড়ির লোকজন এলেই তাকে ফিরিয়ে দেওয়া হবে।

হামলা ঠেকাতে পথে বিজেপি
‘বাংলা বাঁচাও’ অভিযানের প্রেক্ষিতে জেলা জুড়ে আন্দোলনে নামার কথা ঘোষণা করল বিজেপি। রবিবার মেদিনীপুরে দলের জেলা অফিসে এক সাংবাদিক বৈঠকে বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় অভিযোগ করেন, “জেলার বিভিন্ন এলাকায় হামলা চলছে। তৃণমূলের লোকেরা হামলা করছে। আমরাও আক্রান্ত। মোহনপুরে দলের অফিস দখল করা হয়েছে। নয়াগ্রামে আমাদের দলের এক নেতাকে অপহরন করা হয়েছিল। পরে তাঁকে ছাড়া হয়।” তাঁর কথায়, “এখনও পঞ্চায়েত নির্বাচনের দিন ঠিক হয়নি। তার আগেই জেলা জুড়ে এই পরিস্থিতি। প্রতিবাদে আমরা রাস্তায় নামছি। বিভিন্ন জায়গায় মিছিল- প্রতিবাদ সভা হবে। আমরা চাই, বাংলায় শান্তি থাকুক।”

খড়বোঝাই গাড়িতে আগুন
রাস্তার মাঝেই আগুন লেগে গেল খড়বোঝাই গাড়িতে। রবিবার ঘটনাটি ঘটেছে পিংলার এগারো মাইলে। খড়্গপুর থেকে দমকল পৌঁছতে বেশ কিছুক্ষণ সময় নেয়। ততক্ষণে লরির বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। কী ভাবে আগুন লাগল? পুলিশ জানিয়েছে, এগারো মাইলের কাছে একটি খালের সেতু রয়েছে কিছুটা উঁচুতে। তার উপর দিয়ে গিয়েছে বিদ্যুতের তার। সেই তার কিছুদিন ধরে নীচের দিকে ঝুলে ছিল। লরিতে বোঝাই করা খড়ের গাদা তার ছুঁয়ে গিয়েই আগুন লাগে বলে পুলিশের অনুমান। এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল মেদিনীপুর-পিংলা ও সবং রাস্তায়। যানজট সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে।

দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃত তরুণ চক্রবর্তীর (৫১) বাড়ি আনন্দপুর থানার মজুরায়। তরুণবাবু তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি তপন চক্রবর্তীর ভাই। শনিবার সন্ধ্যায় স্থানীয় গোড়ারডাঙায় তরুণবাবুর মোটর সাইকেলের সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। মাথায় আঘাত লাগে তরুণবাবুর। তাঁকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

জন্মদিনে মূর্তি
পশ্চিম মেদিনীপুর ‘ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে বি আর অম্বেডকরের ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন হল রবিবার। এই উপলক্ষে পিংলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ছিলেন বিধায়ক প্রবোধ সিংহ, মানস ভুঁইয়া, অসিত মাল প্রমুখ। এ দিন সংবিধান প্রণেতা অম্বেডকরের একটি মূর্তির আবরণ উন্মোচনও করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.