মরাঘাট জঙ্গল ছেড়ে বার হয়ে আসা এক জখম হরিণ উদ্ধার করল বন কর্মীরা। রবিবার ভোরে ঘটনাটি ঘটে ব্লকের নিরঞ্জনপাঠ গ্রামে। জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা কোটরা প্রজাতির হরিণটি লাঠির আঘাতে জখম হয় বলে অনুমান করছেন চিকিৎসকরা। আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসার পর হরিণটিকে এই দিন দুপুরে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। গত এক মাসের মধ্যে এ ভাবে মরাঘাট জঙ্গল থেকে বেরিয়ে আসা দুটি হরিণের প্রাণ গিয়েছে মানুষ ও কুকুরের আক্রমণে। জঙ্গলে খাবারের অভাবের কারণে ঘন ঘন হরিণ লোকালয়ে ঢুকে পড়ছে আর মানুষের হাতে জখম হচ্ছে বলে অভিযোগ তুলছে বিভিন্ন প্রকৃতিপ্রেমী সংগঠন। জলপাইগুড়ি ডিএফও বিদ্যুৎ সরকার বলেন, “জঙ্গলে খাবারের অভাব নেই। হরিণটি গম খেতে ঢুকেছিল। তবে কী ভাবে চোট লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’’ এ দিন সকালে মরাঘাট জঙ্গল থেকে ঠাকুরপাঠ গ্রামে বার হওয়া ময়ূর উদ্ধার করা হয়েছে। |
গাছ কেটে নেওয়ার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
সবুজায়নের লক্ষ্যে একশো দিন কাজের প্রকল্পে গাছ লাগিয়েছিল পঞ্চায়েত। কিন্তু নজরদারির অভাবে রাতের অন্ধকারে নির্বিচারে ওই সব গাছ স্থানীয় বাসিন্দাদের একাংশ লোপাট করে দিচ্ছে বলে অভিযোগ। অথচ পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেও ওই গাছ পাচার রোধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে এলাকার পরিবেশ প্রেমীদের দাবি। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে ময়ূরেশ্বরের ঢেকা পঞ্চায়েতের পক্ষ থেকে একশো দিন কাজের প্রকল্পে স্থানীয় সেচ খালের পাড়ে প্রায় হাজার পাঁচেক বিভিন্ন মূল্যবান গাছের চারা লাগানো হয়। কিছুদিন ওই চারা দেখভালের জন্য অস্থায়ী কর্মী নিয়োগও করা হয়েছিল। কিন্তু বর্তমানে ওই সব গাছ দেখভালের ব্যবস্থা নেই। পঞ্চায়েত প্রধান, কল্যাণী দাস বলেন, “গাছ পাচারের বিষয় জানা নেই। লিখিত অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেব।”
|
নদ পেরিয়ে হাতির দল রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
হাতির একটি দল এ বার দামোদর নদ পেরিয়ে ঢুকল রানিগঞ্জে। প্রায় কুড়িটি হাতি শনিবার রাতে দামোদর পেরিয়ে রানিগঞ্জের তিরাটে ঢোকে। রাতে একটি নির্মীয়মাণ কারখানার পাঁচিল ঘেরা অংশ ভেঙে ফেলে। এর পরে ওই গ্রামের কাপাস জঙ্গলে আশ্রয় নেয় হাতির দলটি। বন দফতরের কেউ আসেননি বলে কংগ্রেসের রানিগঞ্জ ব্লক সভাপতি অনল মুখোপাধ্যায়ের অভিযোগ। নিমচা ফাঁড়ির পুলিশ টহল দিচ্ছে। বন দফতর সূত্রে জানায়, তারা সতর্ক রয়েছে। |