কার্ড সমস্যা এবং চোটের কারণে প্রথম একাদশের পাঁচ জন নেই। কিন্তু রবিবার যুবভারতীতে স্পোর্টিং ক্লুব দ্য গোয়া ম্যাচের আগে তা নিয়ে মাথা ঘামাতে নারাজ ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান।
চারটে হলুদ কার্ড দেখে বাইরে মেহতাব এবং হরমনজিৎ খাবরা। চোটের জন্য স্ট্রাইকার বরিসিচের সঙ্গে অনিশ্চিত দুই সাইড ব্যাক নওবা এবং সৌমিকও।
এই পরিস্থিতিতেও শনিবার সকালে অনুশীলনের পর চিডিদের কোচ অকুতোভয়। বললেন, “ও সব ভেবে লাভ নেই। যে ভাবেই হোক তিন পয়েন্ট চাই। এর পরে ডেম্পো-চার্চিলের মত শক্ত প্রতিপক্ষ রয়েছে।”
মুখে যদিও মর্গ্যান বলছেন, “রবিবার সকালে পরিস্থিতি বুঝে চূড়ান্ত একাদশ ঠিক করব।” তবে লাল-হলুদ শিবির সূত্রে খবর, মেহতাব এবং নওবার পরিবর্তে সুবোধ কুমার এবং রাজু গায়কোয়াড়কে রেখে দল সাজাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। লেফট ব্যাকে সৌমিকের জায়গায় রবার্ট। এ দিন অনুশীলনে ইসফাককে রাইট হাফে খেলিয়ে নতুন অঙ্কের সম্ভাবনাও জিইয়ে রাখলেন ইস্টবেঙ্গল কোচ। ফরোয়ার্ডে চিডির সঙ্গী মননদীপ কিংবা বলজিৎ। গোলে অভিজিৎ।
চলতি মরসুমে স্পোর্টিংয়ের সঙ্গে দু’বার দেখা হয়েছে ইস্টবেঙ্গলের। দু’বারই বিদেশিহীন ছিল গোয়ার দলটি। ফেড কাপে দু’দলের ম্যাচ শেষ হয়েছিল ১-১। আই লিগের প্রথম পর্বেও গোয়াতে গিয়েও জিতে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল। ফলাফল ছিল গোলশূন্য। গোয়ার দলটি এ বার বিদেশি ফুটবলার আসায় আগের চেয়ে শক্তিশালী। তার ওপর আই লিগে শেষ তিন ম্যাচে জয় নেই চিডিদের। মর্গ্যান বিদেশি ফ্যাক্টরকে গুরুত্ব না দিলেও চিডি বলছেন, “ওদের নিয়ে একটু নতুন করে ভাবতে হবে।”
স্পেনীয় অস্কার ব্রুজনের দল সদ্য মোহনবাগানের কাছে পাঁচ গোল খেয়েছে। তবে কালুদের কোচ বলছেন, “মোহনবাগান ম্যাচ অতীত। কাল অন্য ম্যাচ। তবে ঘরের মাঠে ইস্টবেঙ্গল সব সময়ই কঠিন প্রতিপক্ষ।” কার্ড সমস্যায় স্পোর্টিংও পাচ্ছে না স্ট্রাইকার ডসন ফার্নান্ডেজ এবং ডিফেন্ডার জয়নার লরেঙ্কোকে। |