ডাগআউটে বসে নিজের টিমের হার দেখতে কারওরই ভাল লাগে না। আমিও তাই পুরোপুরি ব্যাপারটাকে মেনে নিতে পারছি, ভাবার কোনও কারণ নেই। দেখুন, মুম্বই-পুণে ম্যাচ আসলে ডার্বি। আমাদের ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো। বাকি টুর্নামেন্টে যা খুশি হোক, মুম্বইয়ের বিরুদ্ধে কোনও ভাবেই পুণে হারতে চায় না। আবার উল্টোটাও সত্যি। আসলে এই ম্যাচটার সঙ্গে টিমের সম্মান জড়িয়ে থাকে। মর্যাদা জড়িয়ে থাকে।
শনিবার মাঠে বসে টিমের ম্যাচ দেখতে দেখতে আইপিএল ফাইভের কথা মনে পড়ে যাচ্ছিল। দাদি ক্যাপ্টেন। মনে আছে, কী রকম চার্জড হয়ে আমরা নেমেছিলাম। আর মুম্বইকে ওদের ঘরের মাঠে গিয়ে হারিয়েছিলাম। ক্রিকেটে হার-জিত থাকে, জানি। কিন্তু হৃদয় থেকে মুম্বই ম্যাচে হারকে মেনে নেওয়া যায় না।
আসলে এক একটা দিন এমন হয়, যে দিন আপনার সব কিছু খারাপ হবে। বোলাররা বেধড়ক মার খাবে। ব্যাটিং ক্লিক করবে না। ফিল্ডিং খারাপ হবে। আমাদেরও এ দিন সেই দশাই হল। অশোক দিন্দাকে আমি এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা পেসার বলে মনে করি। কিন্তু দেখুন, চার ওভারে ৬৩ দিয়ে দিল! ম্যাচের পর কথা হচ্ছিল দিন্দার সঙ্গে। যুবরাজও কথা বলল। বলল, “তুই যেটা ভাল পারিস সেটা কর। পিচে বল হিট কর।” |
আক্রমণাত্মক মেজাজে সচিন। শনিবার ওয়াংখেড়েতে। ছবি: পিটিআই |
দিন্দাকে দেখলাম মন দিয়ে যুবির কথা শুনছে। ওর এটা একটা বিরাট গুণ। শেখার ইচ্ছেটা মারাত্মক। কেউ কিছু বললে, শোনে। তা ছাড়া দিন্দা নিজেও বুঝতে পারছে যে, ওর যেটা শক্তি, অর্থাৎ পিচে বল হিট করা, সেটা থেকেই ও সরে আসছে। দিন্দা ফিরেও আসবে, আমাদের ম্যাচও জেতাবে, আমি নিশ্চিত।
দিন্দাকে তাই দোষ দেব না। গত কাল আমরা উইকেট দেখার পর বুঝেছিলাম, এই উইকেটে একশো আশি-নব্বই উঠবে। মুম্বইয়ের রানটা তাই ধরাছোঁয়ার বাইরে ছিল না। কিন্তু ৬ ওভারের মধ্যে যদি টিমের চার উইকেট চলে যায়, কিছু করার থাকে না। একটা সময় পর্যন্ত আমরা ভাবছিলাম, যুবি আছে, মিচেল মার্শ আছে, রানটা তোলা অসম্ভব হবে না। কিন্তু যুবি আউট হওয়ার পর মোটামিটি আশা ছেড়ে দিয়েছিলাম। মজার হচ্ছে, তার পরেও একটা সময় আমরা মুম্বইয়ের চেয়ে এগিয়ে ছিলাম। চোদ্দো ওভারের মাথায় আমাদের স্কোর ছিল ১১৭। মুম্বইয়ের সেখানে ছিল ১১৪। তফাত হচ্ছে, ওদের পড়েছিল দু’উইকেট, আমাদের সাতটা। ওরা শেষ চার ওভারে তুলল ৬০, আর আমাদের ম্যাচ শেষের অনেক আগেই সব ধরাছোঁয়ার বাইরে চলে গেল।
যাক, যা হয়ে গিয়েছে তা নিয়ে ভেবে আর লাভ নেই। শুধু একটাই কথা বলব। পুণে-কে এ রকম একটা ম্যাচ দিয়ে বিচার করবেন না। আমাদের ক্ষমতা আছে, শক্তি আছে, টিমে সেই ব্যালেন্স আছে ফিরে আসার। আর আমরা সেটা করেও দেখাব।
|