দক্ষিণী ডার্বির ফয়সালা নাটকীয় নো বলে
চিপকে চেন্নাই। গেইল-ঝড়ও উঠল না। তাও রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারাতে পারবে না শ্রীনি-ধোনি স্কোয়াড?
ধোনিদের যখন ছ’ওভারে ৭১ রান চাই, তখন থেকেই প্রবল ধন্দে চিপকের গ্যালারি। শেষ ওভারে যখন দরকার ১৬, তখনও চিপক নিশ্চিত নয়। কারণ, ধোনি যে তখন ডাগ-আউটে। ক্রিজে তাঁর ‘স্যর জাডেজা’। আরপি সিংহর হাতে বল তুলে দেওয়া ছাড়া কোনও উপায় ছিল না বিরাট কোহলির। সেই আরপি-ই যে শেষ বলে ডুবিয়ে দেবেন, তা তো জানা ছিল না তাঁর।
আগের ওভারেই চার বলের মধ্যে ধোনি (২৩ বলে ৩৩) ও ডোয়েন ব্রাভোকে ফিরিয়ে দিয়ে রীতিমতো ত্রাস হয়ে ওঠেন রবি রামপল (৩-৩১)। শেষ ওভারে আরপি প্রথম দুই বলেই জাডেজাকে একটা চার ও একটা ছয় দিয়ে দেন। চার বলে মাত্র ছ’রান বাকি চেন্নাইয়ের। পরের তিন বলে চার রান নিলেন জাডেজা ও ক্রিস মরিস। শেষ বলে যখন মাত্র দু’রান দরকার তাঁদের, তখনই সেই নাটকীয় নো বল। যে বল স্ল্যাশ করে থার্ডম্যানে ক্যাচ তোলেন জাডেজা। ধরা পড়েন কোহলির হাতে। কোহলিরা সেলিব্রেশন শুরু করতে যাবেন, এমন সময় দেখলেন আম্পায়ারের নো বলের সঙ্কেত। জাডেজারা ইতিমধ্যেই এক রান নিয়ে ফেলেছিলেন। ফলে ম্যাচ ওখানেই শেষ।
আরপি-র বিশাল ওভারস্টেপিং দেখে টুইটারে ভেসে উঠল পোস্ট, ‘এ যেন মহম্মদ আমেরের সেই কুখ্যাত নো-বলের মতো’।

ম্যাচের নাটকে মজে সাক্ষী।
বেঙ্গালুরুর ১৬৫ রান তাড়া করতে নেমে হাসি, বিজয়, রায়না, বদ্রিদের ব্যর্থতায় শুরুর দিকের স্লথ গতি সামলে চেন্নাই সুপার কিংসের স্কোরবোর্ডের গতি বাড়ান ধোনি-জাডেজারা। ডিপ মিড উইকেটর ওপর দিয়ে আর পি-র বল এক বার গ্যালারিতে আছড়ে ফেলার পরও ধোনি কিন্তু অনেকক্ষণ চুপচাপ। ছোট ছোট রান নিয়ে স্কোরবোর্ডকে সচল রাখছিলেন। চার ওভারে যখন ৫৪ রান প্রয়োজন, তখন রামপলের বল লং অনের ওপর দিয়ে চিপকের গ্যালারির ছাদে ফেলেন ক্যাপ্টেন। তার আগের বলই লং অফ দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান। চেন্নাইয়ের টার্গেট যখন তিন ওভারে ৪১, তখন রামপলের বলে ধোনি আউট। চেন্নাইয়ের বোলাররা এ দিন শুরুতেই ক্রিস গেইলকে ফিরিয়ে দিয়ে জয়ের প্রথম ধাপ তৈরি করেন। তবে ডে’ভিলিয়ার্স ও বিরাট কোহলিকে রুখতে পারেননি তাঁরা। ডে’ভিলিয়ার্সের ৩২ বলে ৬৪ ও কোহলির ৪৭ বলে ৪৮ রয়্যাল চ্যালেঞ্জার্সকে ইনিংসের শেষে ১৬৫ রানে পৌঁছে দেয়। কিন্তু শেষ রক্ষা হল না বেঙ্গালুরুর দলের।
ধোনির কপালটা যে সত্যিই চওড়া, আবার বোঝা গেল।

• জেতা ম্যাচ ছিল। শেষ ছ’ওভারেও জয় আমাদের হাতেই ছিল। কিন্তু টি টোয়েন্টি এমনই। এখনও বলছি আরপি আমার দলের গর্ব।
বিরাট কোহলি
• চেন্নাই শেষ বলে জিতেছে বলেই ম্যাচে গড়াপেটা হয়েছে এমন ভাবাটা একদমই ঠিক নয়।
ললিত মোদী




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.