রবিবাসরীয় যুদ্ধে ডেল স্টেইন ফ্যাক্টর বটে, কিন্তু তাতে জিততে অসুবিধা হবে না কলকাতা নাইট রাইডার্সের। আর কেউ নন, এমনটাই মনে হচ্ছে কেকআরের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। যিনি শনিবার ময়দানের একটি সংবর্ধনা অনুষ্ঠানে এসে পরিষ্কার বলে দিলেন, “ডেল স্টেইন যে ফ্যাক্টর হবে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু তাতেও ফেভারিট কেকেআরই।” |
সৌরভকে চুনীর ক্রিকেট-টিপস। শনিবার। ছবি: সুব্রত কুমার মণ্ডল |
শনিবার কালীঘাট মাঠে মেয়েদের এক আমন্ত্রনী টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন সৌরভ। যেখানে ভবানীপুরকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল শ্যামবাজার। আমন্ত্রনী টুর্নামেন্টের আয়োজক ছিলেন সিএবি-র প্রাক্তন যুগ্ম-সচিব গৌতম দাশগুপ্ত এবং শ্যামবাজার ক্লাব। অনুষ্ঠানে ছিলেন অতীতের দিকপাল ফুটবলার চুনী গোস্বামী। এসেছিলেন সিএবির প্রাক্তন যুগ্ম সচিব বাবলু কোলে। এবং ওই প্রেক্ষাপটেই সৌরভ মনে করিয়ে দেন যে, গত বারও অবস্থা একই রকম ছিল। কিন্তু তাতে চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি। সৌরভ বলছিলেন, “সবে টুর্নামেন্ট শুরু হয়েছে। আইপিএল ফাইভেও শুরুতে এ ভাবেই হারছিল নাইটরা। কিন্তু শেষ পর্যন্ত কেকআরই চ্যাম্পিয়ন হল।” সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়মন্ত্রও বেছে দিচ্ছেন সৌরভ। সুনীল নারিন। বলে দিচ্ছেন, “ইডেনের উইকেট স্পিনারদের সাহায্য করে। তাই নারিন ভাল কিছু করলে অবাক হব না।” আর সচিন? এখনও পর্যন্ত পেপসি আইপিএলে তাঁকে চেনা মেজাজে দেখা যাচ্ছে না। সমস্যাটা কোথায় হচ্ছে? এ বার প্রাক্তন ভারত অধিনায়কের সটান উত্তর, “সব ক্রিকেটারের জীবনেই উত্থান-পতন আসে। আমি বলছি, সচিনের রিফ্লেক্স এখনও শেষ হয়নি।” |