পঞ্চায়েত নির্বাচনে খারাপ ফল হবে বুঝতে পেরেই তৃণমূল পরিচালিত সরকার পঞ্চায়েত ভোট নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রায়গঞ্জের সাংসদ দীপা দাশমুন্সি। শুক্রবার বিকালে রামগঞ্জ ফুটবল মাঠে কংগ্রেসের একটি জনসভা ওই অভিযোগ করেছেন দীপাদেবী। তিনি বলেন, “পঞ্চায়েত ভোট না হওয়ার পিছনে পুরোপুরি রাজ্য সরকার দায়ী। নির্বাচন কমিশন নিয়ম মেনে ভোট করাতে চাইছে। রাজ্য সরকার তার বিরোধিতা করায় কমিশড়কে বাধ্য হয়ে আইনের পথে যেতে হয়েছে। আসে তৃণমূল বুঝেছে পঞ্চায়েত ভোটে তাঁদের কী ধরনের ফল হবে, যার প্রভাব পড়বে ২০১৪ সালের পঞ্চায়েত নির্বাচনে। এর জন্য সরকার ভোট নিয়ে গড়িমসি করেছে।” এদিন জনসভায় দীপা কংগ্রেস কর্মীদের এখন থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামার জন্যও আহ্বান জানান।
|
কালো হেলমেট পরে ব্যাঙ্কে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ক্যাশ কাউন্টার থেকে লক্ষাধিক টাকা লুঠ করে পালাল দুই দুষ্কৃতী। শুক্রবার পৌনে ৩টা নাগাদ ঘটনাটি ঘটে বালুরঘাটের নারায়ণপুর এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। শহরের এনবিএসটিসি বাস স্ট্যান্ডের পাশে জনবহুল এলাকায় ওই ব্যাঙ্ক অবস্থিত। কালো হেলমেট পড়ে দুই দুষ্কৃতী ব্যাঙ্কে ঢুকে প্রধান গেটের সাটার টেনে দেয়। সেই সময় ব্যাঙ্কে ১১ জন গ্রাহক ছিলেন। কর্মী ছিলেন ৪ জন। দুষ্কৃতীদের এক জন গ্রাহকদের দিকে রিভলভার তাক করে এক দিকে লাইন করিয়ে রাখে। অন্য জন কর্মীদের রিভলভার দেখিয়ে ক্যাশ কাউন্টার থেকে টাকার বান্ডিল লুঠ করে ব্যাগে ভরতে থাকে বলে অভিযোগ। বিপদঘন্টি বাজলে দুষ্কৃতীরা টাকা লুঠ করে বেরিয়ে যায়।
|
নদী থেকে পানীয় জল উত্তোলন প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগে ডিএফও অফিসে বিক্ষোভ দেখাল কংগ্রেসের একাধিক সংগঠন। শুক্রবার।
|
জেলা সিপিএম নেতাদের নিগ্রহের প্রতিবাদে শুক্রবার বালুরঘাটে ধিক্কার মিছিলে বিক্ষোভ দেখায় সিপিএম। পরে জেলাশাসকের অফিসের সামনে পথসভা করে তারা। ফ্রন্টের তরফে এ দিন জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। |