টুকরো খবর
বৃষ্টি হয়নি, পাতা পুড়ে ক্ষতি চায়ে
আকাশে জলভরা মেঘ ভেসে বেড়ালেও বৃষ্টির দেখা নেই। উল্টে মেঘ উড়ে কাঠফাটা রোদে পুড়ছে চারদিক। প্রখর উত্তাপে ঝলসে তামাটে হচ্ছে চা গাছের সবুজ পাতা। চা বাগান কর্তৃপক্ষের আশঙ্কা কয়েক দিনের মধ্যে বৃষ্টি না হলে মালবাজার মহকুমায় এই মরসুমে চা পাতার উৎপাদন কমবে। গুণগত মানও খারাপ হবে। উত্তাপ বেড়ে যাওয়ায় শুধু যে সবুজ চা পাতা ঝলসে তামাটে হচ্ছে সেটাই নয়। পাল্লা দিয়ে বেড়েছে পোকার উপদ্রব। কীটনাশক ছড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এতদিন বাগান লাগোয়া ঝোরা অথবা নদীর জল পাম্প দিয়ে তুলে বাগানে সেচের ব্যবস্থা করা হত। এ বার বৃষ্টি না হওয়ায় খালবিল, নদী, ঝোরা সবই শুকিয়েছে। গাছের পাতা ভেজানোর মতো জল মিলছে না। কেমন করে পরিস্থিতি সামাল দেওয়া যায় সেটাই এখন ভেবে পাচ্ছেন না বাগান কর্তৃপক্ষ।
পুড়ে গিয়েছে চা পাতা। মালবাজারের একটি বাগানে তোলা নিজস্ব চিত্র।
মালবাজারের গুরজংঝোরা চা বাগানের ম্যানেজার অলোক চক্রবর্তী বলেন, “বৃষ্টির দেখা নেই। নদী নালার জল শুকিয়েছে। সেচের জল মিলছে না। তাপমাত্রা বেড়ে যাওয়ায় লাল মাকড়ের উপদ্রব বেড়েছে। কী হবে বুঝতে পারছি না।” একই বক্তব্য মেটেলির সোনগাছি চা বাগানের ম্যানেজার রাধেশ্যাম খান্ডেলওয়ালের। তিনি বলেন, “এ বারের মতো দীর্ঘ বৃষ্টিহীন মাস আগে দেখিনি।” বাগান সূত্রে জানা গিয়েছে, এ বার জানুয়ারি মাসে মাত্র এক দিন অল্প বৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারি মাসে এক দিন খুবই সামান্য বৃষ্টি হয়েছে। মার্চ মাসের শুরু ও মাঝামাঝিতে ১.৫ ইঞ্চি বৃষ্টি মিলেছে। এপ্রিল মাসে এখনও মালবাজার মহকুমায় বৃষ্টি হয়নি। মেটেলি বাগানের ম্যানেজার ভি এস রাওয়ালের আশঙ্কা, এমন চললে এ বার চা পাতার উৎপাদন কমে যাবে।

শীঘ্রই রেজিস্ট্রি অফিস, ঘোষণা
ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় খুব শীঘ্রই ‘রেজিস্ট্রি’ অফিস চালু হবে বলে ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। শুক্রবার খোলাচাঁদ ফাপড়ি এলাকায় সাহু নদীর উপর একটি সেতুর শিল্যানাস অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি তা জানান। তফশিলি জাতি ও উপজাতি শংসাপত্রও এলাকা থেকে পাওয়া যাবে বলেও এদিন জানান মন্ত্রী। গৌতমবাবু বলেন, “বিধানসভা ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা একে একে পালন করব।” গৌতমবাবু এদিন বিধায়ক হিসাবে তাঁর গত দু’বছরের কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, এলাকায় ৭টি সেতুর কাজ হয়েছে। এর মধ্যে কয়েকটি সেতুর কাজ শেষ হয়েছে আর বাকিগুলির কাজ শেষের পথে। তাঁর আশ্বাস, এই বিধানসভাকে মডেল বিধানসভা হিসাবে তুলে ধরা হবে। এদিন খোলাচাঁদ ফাপড়িতে সাহু নদীর উপরে একটি পাকা সেতুর শিলান্যাস, ফকদইবাড়িতে ঘুঘুঝোরাতে একটি সেতু ও পশ্চিম ধনতলাতে নদী বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী।

পথ দুর্ঘটনায় মৃত শিক্ষিকা
বেড়াতে গিয়ে জঙ্গলের রাস্তায় ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়ে উল্টে মারা গেলেন অরোহী এক শিক্ষিকা। জখম হয়েছেন গাড়ির চালক এক শিক্ষক। শুক্রবার বিকাল নাগাদ ঘটনাটি ঘটে নাগরাকাটা থানা এলাকার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন ধূপঝোরায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্ষিকার নাম দেবমিত্রা সেন মজুমদার রায়চৌধুরী (৩০)। তিনি রাজগঞ্জের এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর শ্বশুরবাড়ি শিলিগুড়ির আশ্রমপাড়ার পাকুড়তলা মোড়ে। বাপের বাড়ি জলপাইগুড়ির বেলাকোবায়। জখম শিক্ষকের নাম সুমন্ত চক্রবর্তী। তিনি জলপাইগুড়ির পান্ডাপাড়ার বাসিন্দা। নিজে গাড়ি চালাচ্ছিলেন। তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিপিএমের পথেই হাঁটছে তৃণমূল: শঙ্কর
সিপিএমের পথেই তৃণমূল হাঁটছে বলে অভিযোগ করলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি (সমতল) শঙ্কর মালাকার। শুক্রবার শিলিগুড়ি-সহ গোটা রাজ্যে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ করে শান্তি মিছিলের ডাক দেয় দার্জিলিং জেলা কংগ্রেস। মিছিলের পর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের পাশাপাশি পুলিশের ভূমিকারও নিন্দা করেন শঙ্করবাবু। শঙ্করবাবু বলেন, “গত ৩৪ বছর ধরে সিপিএম যে পথে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। তৃণমূলও সেই পথে হাঁটছে। গোটা রাজ্যের সঙ্গে সাম্প্রতিক শিলিগুড়ির ঘটনাই তার প্রমাণ। আগেও যা হত এখনও তাই হচ্ছে, বিরোধীদের দলের উপর শাসকদের হামলা চলছে।” এ দিন কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়িতে তৃণমূল-সিপিএম সংঘর্ষের ঘটনার পর শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে শহরে মিছিল করা হয়। এদিনও কংগ্রেসের মিছিলকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। তৃণমূলের তরফে অবশ্য জেলার নেতারা কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, রাজনৈতিক সুবিধার জন্যই কংগ্রেস নেতারা নানা কথা বলছেন।

সংঘর্ষে জখম দু’জন
খাস জমি দখল নিয়ে কংগ্রেস-তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক মহিলা সহ দু’জন জখম হন। বৃহস্পতিবার সন্ধ্যায় ডুয়ার্সের বীরপাড়া ইন্দিরা কলোনি এলাকায় ঘটনাটি ঘটে। নূর আলম ও আসমা বেগম নামে জখম দু’জনকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার কংগ্রেস সমর্থককে পুলিশ গ্রেফতার করে। তৃণমূলের বীরপাড়া-১ অঞ্চল কমিটির সভাপতি উপল রায় বলেন, “কংগ্রেস সমর্থকদের হামলায় দু’জন সমর্থক জখম হন।” যদিও কংগ্রেসের প্রদেশ কমিটির সদস্য মান্না জৈন বলেন, “এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। মিথ্যা অভিযোগ করা হয়েছে।” দোষীদের ধরার দাবিতে তৃণমূলের নেতৃত্বে বাসিন্দারা বিকেলে চার ঘণ্টা বীরপাড়া থানা ঘেরাও করেন।

দেহ উদ্ধার
রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে টোটোপাড়া গ্রামে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

মৃত নেতা
গাড়ি উল্টে পড়ে মারা গেলেন এক তৃণমূল নেতা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার-১ ব্লকের তপসিখাতা চৌপথি এলাকায়। মৃত ব্যক্তির নাম তরুণ বর্মন (৫৪)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.