• বালুরঘাট খাদিমপুর বালিকা বিদ্যালয়ে ৫ এপ্রিল অনুষ্ঠিত হল পরিবেশ বিষয়ক আলোচনাসভা। ‘এনভায়রনমেন্টাল ডিজাস্টার, ক্লাইমেক্স চেঞ্জ অ্যান্ড ইটস অ্যাফেক্টস অন হিউম্যান হেল্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিষয়ে বক্তব্য রাখেন তুহিনশুভ্র মণ্ডল। আলোচনায় উঠে আসে বিশ্ব ও স্থানীয় পরিবেশের কথা। এ ছাড়াও ন্যাশনাল সার্ভিস স্কিমের অন্য কর্মসূচি হিসেবে ছিল গ্রামে শিক্ষা বিষয়ক সচেতনতা অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ, অরণ্য সংরক্ষণ বিষয়ে তথ্যচিত্র প্রদর্শনী। ছাত্রীরা ছাড়াও অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে ছিলেন ন্যাশনাল সার্ভিস স্কিমের প্রোগ্রাম অফিসার পূর্বা বন্দ্যোপাধ্যায়, প্রধান শিক্ষিকা কল্পিতা মৈত্র, শিক্ষিকা দেবপ্রিয়া চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকরা।
• তিন দিনের চলচ্চিত্র উৎসব ও কর্মশালা হল কোচবিহারে। ২৯-৩১ মার্চ ল্যান্সডাউন হলে ওই অনুষ্ঠান হয়। প্রতিদিন পুরস্কারপ্রাপ্ত একটি চলচ্চিত্র দেখানোর ফাঁকে ৫৬ জন আগ্রহী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। উৎসবের আয়োজক ছিল কোচবিহার ফিল্ম সোসাইটি।
• মাথাভাঙার নজরুল সদনে ৪ এপ্রিল মঞ্চস্থ হল সিজার। আয়ন প্রয়োজিত ওই নাটক স্থানীয় গিলোটিন নাট্য সংস্থা ও আজাদ হিন্দ ক্লাবের যৌথ উদ্যোগে মঞ্চস্থ হয়। গিলোটিন কর্তা নারায়ণ সাহা জানান, রেকর্ড দর্শক হয়েছে অনুষ্ঠানে।
• নববর্ষে ধূপগুড়ি কমিউনিটি হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে সন্ধানী। ওই অনুষ্ঠানে ওপার বাংলার লেখক ও শিল্পীরাও অংশগ্রহণ করবে। সেখানে কয়েক শিল্পী ও লেখককে সংবর্ধনা জানানো হবে। প্রকাশ করা হবে স্মারক গ্রন্থের। |