ইউনিয়ন নয়, চালাবে পুলিশ
রাজধর্মের নিয়ন্ত্রণে ট্যাক্সির প্রি-পেড বুথ
যাত্রী হয়রানি রুখতে প্রি-পেড ট্যাক্সি বুথগুলিকে পুলিশের অধীনে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। এত দিন পর্যন্ত এই প্রি-পেড বুথগুলি বিভিন্ন শ্রমিক সংগঠনের অধীনে ছিল। শুক্রবার সরকারি বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়ার পর থেকে এই ট্যাক্সি বুথগুলি সংশ্লিষ্ট পুলিশ কমিশনারেটের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
পরিবহণ দফতর সূত্রের খবর, বামফ্রন্ট আমল থেকেই এই প্রি-পেড ট্যাক্সি বুথগুলি নিয়ন্ত্রণ করত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলি। বাম আমলে এই বুথের অধিকার ছিল মূলত সিপিএমের শ্রমিক সংগঠন সিটু-র হাতে। রাজ্য সরকারে ক্ষমতা বদলের পরে এই বুথগুলির ক্ষমতাও চলে আসে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র হাতে।
পরিবহণ দফতরের এক কর্তা বলেন, “বিভিন্ন সময়ে এই বুথগুলিতে যাত্রীদের হয়রানি হওয়ার ভুরি ভুরি অভিযোগ আসছিল দফতরের কাছে। বিদেশি যাত্রীদের কাছ থেকে জোর করে বেশি ভাড়া নেওয়ারও অভিযোগ ছিল। এ সব কারণেই বুথগুলি পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পরিবহণ দফতর সূত্রের খবর, বাম আমল থেকেই এই ট্যাক্সি বুথগুলির ক্ষমতা ছিল শ্রমিক সংগঠনগুলির হাতে। শ্রমিক সংগঠনের হাতে যাত্রীদের হয়রানি হওয়ার বহু অভিযোগ ছিল। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও বাম আমলে কখনওই ট্যাক্সি বুথগুলিকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা ভাবা হয়নি। রাজ্যের পালাবদলের পরে আইএনটিটিইউসি ওই বুথগুলিকে দখল করে নেয়। কিন্তু তাতেও অভিযোগের মাত্রা কমেনি। এ বার তাই শ্রমিক সংগঠনগুলির মৌরসিপাট্টা ভাঙতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা শুনে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু-র নেতা সুভাষ মুখোপাধ্যায় বলছেন, “পুলিশ নিশ্চয়ই ভাল পরিষেবা দেবে, সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।” কিন্তু বাম আমলে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, এই প্রশ্নের উত্তরে তাঁর দাবি, “বাম আমলে ট্যাক্সি বুথ নিয়ে কোনও অভিযোগ ছিল না।”
এ দিকে আইএনটিটিইউসি-র নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “পুলিশকে দেওয়া হয়েছে, সেটা ভাল ব্যাপার। তবে এটি ট্যাক্সিচালকদের নিয়ে তৈরি কোনও কো-অপারেটিভ সংস্থাকে দিলে আরও ভাল হত। সেখান থেকে উপার্জিত টাকা দিয়ে ট্যাক্সিচালকদের বিভিন্ন কল্যাণমূলক কাজ করা যায়।”
বর্তমানে হাওড়া এবং শিয়ালদহ স্টেশন, কলকাতা বিমানবন্দরে প্রি-পেড ট্যাক্সি বুথ ছিল। পুলিশের পরিচালনায় রাজ্যের আরও কয়েকটি জায়গায় এ ধরনের ট্যাক্সি বুথ খোলার সিদ্ধান্তও নিয়েছে পরিবহণ দফতর। এর মধ্যে যেমন শিলিগুড়ি বাসস্ট্যান্ড, জলপাইগুড়ি স্টেশন, বাগডোগরা বিমানবন্দর রয়েছে, তেমনই আছে সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন। নতুন করে প্রি-পেড ট্যাক্সি বুথ খোলা হচ্ছে সল্টলেকের সিটি সেন্টার, সল্টলেকের এইচবি ব্লকে একটি চোখের হাসপাতালের সামনে এবং টেকনোপলিসের কাছেও। রাজারহাটের সিটি সেন্টারের কাছেও একটি বুথ খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর।
শুধু নতুন ট্যাক্সি-বুথ খোলাই নয়, প্রি-পেড বুথের ভাড়া বিন্যাসও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এত দিন পর্যন্ত প্রি-পেড বুথ থেকে ট্যাক্সি নিলে প্রথম দু’কিলোমিটারের জন্য ভাড়া দিতে হত একশো টাকা। এ বার থেকে দিনের বেলায় প্রথম দু’কিলোমিটারের ভাড়া হয়েছে ৫০ টাকা। রাতে সেই ভাড়া বেড়ে হবে ৫৫ টাকা। ৩৮ কিলোমিটার পর্যন্ত ওই ভাড়া ধাপে ধাপে বেড়ে হবে ৪৯০ টাকা। রাতের ক্ষেত্রে যা হবে ৫৬০ টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.