টুকরো খবর
সম্প্রতি রাজারহাট ব্লকের চাঁদপুর পঞ্চায়েতের বাগু সপ্তগ্রাম সর্বেশ্বর হাইস্কুলের রবীন্দ্র ছাত্রভবন নতুন করে খোলা হল। ষাটের দশকে তৈরি এই ভবন জীর্ণ হয়ে পড়েছিল। ২৭ লক্ষ টাকা ব্যয়ে সেটি সংস্কার করা হয়েছে। পুনরুদ্ঘাটন করেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস। ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার-সহ উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তারা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ভবনে ৫০ জন তফসিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্রের বিনা খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। এ ছাড়া সেখানে থেকে তারা বিনা খরচে পড়াশোনাও করতে পারবে। পুরো খরচই দেবে অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর। ইতিমধ্যেই ৩৫ জন ওই ভবনে থাকতে চেয়ে আবেদন করেছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
ছবি: শুভাশিস ভট্টাচার্য
অমলাশঙ্করের আঁকা ছবির প্রদর্শনী ‘নবজীবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে শিল্পী। ছিলেন রামানন্দ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি শ্যামলকুমার সেন, জ্যোতির্ময় ভট্টাচার্য, ধীমান দাস প্রমুখ। সম্প্রতি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.