প্রয়াগ: ৪ (র্যান্টি, ভিনসেন্ট-২, রফিক)
অ্যারোজ: ১ (প্রণয়) |
আই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে যখন ইস্টবেঙ্গলের দিকে তাকিয়ে বাংলা, তখন পৈলান অ্যারোজকে হারিয়ে প্রথম তিনে উঠে এল এলকো সাতোরির প্রয়াগ ইউনাইটেড (২৪ ম্যাচে ৩৮)। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে অ্যারোজকে ৪-১ হারালেন র্যান্টিরা। জোড়া গোল করেন ভিনসেন্ট, র্যান্টি-রফিক একটি। গত ম্যাচে সালগাওকরের বিরুদ্ধে বেশি রক্ষণাত্মক ফুটবল খেলতে গিয়ে ডুবতে হয় প্রয়াগকে। এ দিন তাই শুরু থেকে আক্রমণের ঝড় তোলেন র্যান্টিরা। বিরতির আগে অ্যারোজের তরুণ ফুটবলাররা কোনও রকমে জোড়া-তাপ্পি দিয়ে ভিনসেন্টদের মাত্র একটা গোলে বেঁধে রাখলেও, শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে মাত্র তেরো মিনিটের ব্যবধানে আরও তিন গোল করে ম্যাচ পকেটে পুরে নেয় প্রয়াগ। ইনজুরি টাইমের শেষ মিনিটে পেনাল্টি থেকে অ্যারোজের হয়ে সান্ত্বনা গোল প্রণয় হালদারের। এ দিকে, ম্যাচ চলাকালীন মাঠেই প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় অ্যারোজের প্রবীর দাসের। আশঙ্কা ছিল তিনি হৃদরোগে আক্রান্ত। তাঁকে বিশেষ অ্যাম্বুল্যান্সে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসকেরা অবশ্য জানিয়েছেন ডিহাইড্রেশন থেকেই প্রবীর অসুস্থ হয়েছিলেন। হাসপাতালে দাঁড়িয়ে প্রয়াগ কর্তা আলোকেশ কুণ্ডু বললেন, “ভয়ের কোনও কারণ নেই। তবে আমরা ঝুঁকি নিচ্ছি না। ওকে চব্বিশ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে।” |