টুকরো খবর
অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে রাজ্য সেরা বর্ধমান
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে দক্ষিণ ২৪ পরগনাকে ৬ উইকেটে হারিয়ে রাজ্য সেরা হল বর্ধমান। শুক্রবার কলকাতার যাদবপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে দক্ষিণ ২৪পরগনা নির্ধারিত ৪৫ ওভারে করে ২২১-৯। বর্ধমানের অধিনায়ক আকাশদীপ ঘোষ ২৪ রানে ৩ ও রবিন্দ্রর সিংহ ২৮ রানে ৩ উইকেট নেয়। পরে ব্যাট করতে নেমে বর্ধমান ৪১.২ ওভারে করে ২২২-৪। অনূর্ধ্ব ১৯-এর পাশাপাশি অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৪তেও ফাইনালে উঠেছে জেলা। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব শিবশঙ্কর ঘোষ বলেন, “ওই দু’টি দলের ক্রিকেটারদের আমরা নিয়মিত অনুশীলন করাচ্ছি। ফলে ওই দু’টি প্রতিযোগিতা না জেতার কোনও কারণ নেই।” অনূর্ধ্ব ১৯ দলের কোচ হরিশঙ্কর মজুমদার বলেন, “এ বার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। প্রতিটি ক্রিকেটারই নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। কেউ ব্যাটিংয়ে খারাপ করলে তা অসাধারণ বোলিং বা ফিল্ডিং করে পুষিয়ে দিয়েছে।” শুক্রবারই রাতে আপ বিধান এক্সপ্রেস থেকে বর্ধমান স্টেশনে নামা এই ক্রিকেটারদের মালা দেওয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার সচিব পীরদাস মণ্ডল বলেন, “আমরা ওদের সংবর্ধনা দেব। রাজ্য সেরা হওয়ার স্বাদটাই আলাদা।”

ইউরোপার শেষ চারও চূড়ান্ত
ফিরতি ম্যাচে এফ সি বাসেলের ঘরের মাঠে টাইব্রেকারে হেরে ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল টটেনহ্যাম। ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও ক্লিন্ট ডেম্পসির জোড়া গোলে ২-২ (দু’পর্বে ৪-৪) করে লড়াইটা টাইব্রেকারে নিয়ে যায় আন্দ্রে ভিলাস বোয়াসের দল। কিন্তু পেনাল্টি থেকে টম হাডেলস্টোন এবং এমানুয়েল আদেবায়োর গোল করতে ব্যর্থ হওয়ায় টাইব্রেকারে ১-৪ হেরে ছিটকে যায় টটেনহ্যাম। অন্য ম্যাচে বেনফিকার বিরুদ্ধে ১-১ করেও দু’পর্ব মিলিয়ে ২-৪ হারল নিউক্যাসেল। ইউরোপা সেমিফাইনালে মুখোমুখি বাসেল-চেলসি আর ফেনারবাচ-বেনফিকা।

‘স্বপ্নের আশ্রয়’ বেচলেন আর্মস্ট্রং
ড্রাগ কেলেঙ্কারিতে বিতর্কিত সাইক্লিস্ট লান্স আর্মস্ট্রং যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে নিজের ৭৮০০ স্কোয়ার ফুটের বাড়ি বিক্রি করে দিলেন। মার্কিন সংবাদমাধ্যম অনুযায়ী, আর্মস্ট্রংয়ের প্রাসাদোপম বাড়ির ক্রেতা হলেন অ্যালবার্ট কোয়েলার। অতীতে টেক্সাসের এই বাড়িকে আর্মস্ট্রং নিজের স্বপ্নের আশ্রয়স্থল বলেছিলেন। মাসকয়েক আগে এক টেলিভিশন চ্যানেলে আর্মস্ট্রং স্বীকার করেছিলেন যে, তিনি ড্রাগ ব্যবহার করেছিলেন। যার ফলে তাঁর জেতা সাতটা ত্যুর দ্য ফ্রান্স খেতাব ছিনিয়ে নেওয়া হয় আর্মস্ট্রংয়ের থেকে।

নয় ম্যাচ সাসপেন্ড হলেন তেরিম
মঙ্গলবার রাতে অভাবনীয় লড়াইয়ের পরেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার আটচল্লিশ ঘণ্টার মধ্যে আরও দুর্ভাগ্য ঘনিয়ে এল গালাতাসারের প্রবীণ কোচ ফাতি তেরিমের কপালে। ঘরোয়া লিগ ম্যাচে রেফারির সঙ্গে ‘অখেলোয়াড়োচিত’ আচরণ’-এর জন্য তুরস্ক ফুটবল ফেডারেশন তেরিমকে নয় ম্যাচ সাসপেন্ড করল। গত শনিবার মার্সিন ইদমানউরদু-র বিরুদ্ধে ঘরোয়া লিগ ম্যাচের দ্বিতীয়ার্ধে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ গালাতাসারে কোচ তেরিম মাটিতে সজোরে ফুটবল ছুড়ে মারেন। তাঁকে তৎক্ষণাৎ মাঠের ভেতর দলের রিজার্ভ বেঞ্চ থেকে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয়।

আইটিপিএল-কে ‘হ্যাঁ’ সানিয়ার
ভারতীয় টেনিস তারকাদের মধ্যে সর্বপ্রথম মহেশ ভূপতির আইটিপিএলে খেলার কথা ঘোষণা করলেন সানিয়া মির্জা। “আমি মহেশ ভূপতির সঙ্গে দেখা করেছি আইটিপিএল নিয়ে কথা বলার জন্য। আমি খুব উৎসুক টুর্নামেন্টে খেলার জন্য,” বলেন ভারতীয় টেনিস সুন্দরী। আইটিপিএলের সৌজন্যে ভারতে টেনিসের প্রতি আকর্ষণ আরও বাড়বে মনে করছেন সানিয়া। “ক্রিকেটের আইপিএলের মতো আইটিপিএলের মাধ্যমেও ভারতে টেনিসের জনপ্রিয়তা আরও বাড়বে, খেলাটারও উন্নতি ঘটবে।”

দক্ষিণ আফ্রিকায় ধোনিদের তিন টেস্ট
চলতি বছরের শেষে দক্ষিণ আফ্রিকা সফরে ভারত তিনটি টেস্ট, সাতটি একদিনের ম্যাচ এবং দু’টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। তিনটি টেস্ট হতে পারে ডারবান, কেপটাউন, জো’বার্গ অথবা সেঞ্চুরিয়ানে।

অন্য খেলায়
ঐক্য সম্মিলনীর ফুটবল ট্রায়াল ১৭ থেকে ১৯ এপ্রিল, দুপুর তিনটে থেকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.