|
|
|
|
রাজ্যসভায় মেঘালয়ের প্রথম মহিলা সাংসদ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেঘালয় থেকে রাজ্যসভার প্রথম মহিলা সাংসদ হলেন ওয়াংসুক সিয়েম। তিনি জাতীয় মহিলা কমিশনের সদস্য ছিলেন। মাতৃতান্ত্রিক মেঘালয় চলতি বছরে এই প্রথম এক সঙ্গে চার মহিলা বিধায়ক, তিন মহিলা মন্ত্রী, প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী পেয়েছে। শিলং হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি পদেও শপথ নিয়েছেন এক মহিলা।
মেঘালয়ের একমাত্র রাজ্যসভার আসনের জন্য ১৯ এপ্রিল নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত কাল রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) জানান, যেহেতু ওয়াংসুক ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি, তাই ওয়াংসুকই পরবর্তী সাংসদ হচ্ছেন। তিন মহিলা বিধায়ক উপ-মুখ্যমন্ত্রী রোশন ওয়ারজিরি, সমাজকল্যাণ মন্ত্রী দেবোরা সি মারাক ও মুখ্যমন্ত্রীর স্ত্রী ডিকাঞ্চি ডি শিরাকে সঙ্গে নিয়ে বিকেলে সিয়েম সিইও-র দফতরে যান। বিনাযুদ্ধে জয়লাভ নিশ্চিত হওয়ার পরে ৫৫ বছরের এই কংগ্রেস নেত্রী বলেন, “রাজ্যে মহিলাদের উন্নয়ন ও সাধারণ মানুষের উন্নতির জন্য সাধ্য মতো চেষ্টা চালাব।” মহিলা কমিশনের সদস্য হওয়ার পাশাপাশি এআইসিসির নির্বাচিত সদস্য সিয়েম। এ ছাড়া তিনি মেঘালয় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সহ-সভাপতি।
বিধানসভা নির্বাচনে এনপিপির টিকিটে লড়তে নামার জন্য এনসিপির সাংসদ টমাস সাংমা ফেব্রুয়ারি মাসে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। সেই কারণেই এই আসনটি খালি হয়। তবে আসনের মেয়াদ মাত্র এক বছর। |
|
|
|
|
|