তারাপীঠ এলাকায় মঙ্গলবার থেকে লো-ভোল্টেজ সমস্যায় ভুগছেন লজ ব্যবসায়ী থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও পর্যটকেরা। শাসক দল তৃণমূল প্রভাবিত তারাপীঠ কবিচন্দ্রপুর লজ ওনার্স আসোসিয়েশনের সভাপতি দেবীপ্রসাদ মণ্ডল বলেন, “মঙ্গলবার বিকেল থেকে ভোল্টেজ সমস্যা শুরু হয়েছে। এর ফলে পর্যটকদের ঠিক মতো পরিষেবা দেওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে লজ মালিকদের সঙ্গে পর্যটকদের বচসাও হচ্ছে। মঙ্গলবার অমাবস্যা থাকার জন্য দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা বাতানুকুল ঘর ভাড়া নিয়েও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।”
এলাকার একটি বিলাসবহুল হোটেলের ম্যানেজার সুনীল গিরি বলেন, “১২০টি বাতানুকুল ঘর আছে। সমস্ত ঘরের যন্ত্র চালু রাখার মতো বড় জেনারেটর কী সব সময় চালু রাখা যায়? এর ফলে ওই দিন বিকেলের পর থেকে ওই সব ঘর ভাড়া দেওয়া যায়নি। এক দিকে যামন ব্যবসার ক্ষতি হচ্ছে, তেমনি পর্যটকদেরও পরিষেবা না দিতে পারার জন্য ব্যবসায় সামাজিক দিক ক্ষতিগ্রস্ত হচ্ছে।” লজ ব্যবসায়ী মালিক সমিতির অন্যতম সদস্য সুকুমার মুখোপাধ্যায় ও তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়রা বলেন, “লো-ভোল্টেজের কারণে পাম্পে জল উঠছে না। সমস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও ভুগছেন।” সুকুমারবাবুর দাবি, তিন বছর আগে তারাপীঠের জন্য বিশেষ লাইনের ব্যবস্থা করা হয়। ওই লাইন শুধুমাত্র তারাপীঠের জন্য ব্যবহার করা হবে। কিন্তু ওই লাইন কেটে বিদ্যুৎ দফতর অন্য এলাকার লাইন জুড়ে দেওয়ায় ভোল্টেজ সমস্যা তৈরি হয়েছে। তারাপীঠ কবিচন্দ্রপুর লজ ওনার্স আসোসিয়েশনের সদস্যরা সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নিতে মৌখিক ভাবে রাজ্য বিদ্যুৎ বণ্টন কেম্পানির আধিকারিকদের জানিয়েছেন। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট বিভাগীয় বাস্তুকার নারায়ণচন্দ্র রায় বলেন, “দ্রুত সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালানো হচ্ছে।” |