টুকরো খবর
খাদ্যে বিষক্রিয়া অসুস্থ শতাধিক
খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে স্বরূপনগর ব্লকের শগুনা গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে। অসুস্থদের মধ্যে প্রায় চল্লিশ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় চারঘাট ও শাঁড়াপুল হাসপাতালে। একজনকে পাঠানো হয়েছে হাবড়া মহকুমা হাসপাতালে। মহকুমা স্বাস্থ্য আধিকারিক অসিত পাণ্ডে বলেন, “জেলা ও মহকুমা থেকে চিকিত্‌সকেরা ওই গ্রামে পৌঁছেছেন। অসুস্থদের চিকিত্‌সার পাশাপাশি তাঁরা জল ও খাদ্য পরীক্ষার ব্যবস্থা করেছেন। একজনকে হাবড়া হাসপাতালে পাঠাতে হলেও বাকিদের অবস্থা স্থিতিশীল।” ব্লক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হঠাত্‌ শ্রীরামপুর গ্রামের পশ্চিমপাড়ায় অসুস্থ হতে শুরু করেন প্রতিটি বাড়ির লোকজন। অসুস্থদের বেশিরভাগই শিশু ও মহিলা। তবে কি কারণে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছেন চিকিত্‌সকেরা। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, “গ্রামে সম্ভবত আন্ত্রিক দেখা দিয়েছে। আশা করা যায় অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।”

এসি অচল মর্গের
দীর্ঘদিন অচল আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের মর্গের শবদেহ রাখার শীততাপনিয়ন্ত্রিত ব্যবস্থা। এতে অজ্ঞাত পরিচয় দেহগুলির ময়নাতদন্ত করতে গিয়ে চরম নাকাল হতে হচ্ছে থানা ও রেল পুলিশকে। বাধ্য হয়ে তাঁদের যেতে হচ্ছে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার বলেন, “মর্গের সমস্যা নিয়ে সুপারের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করব।” হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু জানান, প্রায় দুই বছর ধরে মর্গের দেহ রাখার শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা খারাপ হয়ে রয়েছে। সেখানে ৪টি মৃতদেহ রাখার ব্যবস্থা ছিল। ৮টি মৃতদেহ রাখা যায়, এমন ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য দফতরে চিঠি করা হয়েছে।” শিলিগুড়ি রেল পুলিশ সুপার উজ্জল ভৌমিক বলেছেন, “দেহগুলি নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে মৃতদেহ রাখার ব্যবস্থা না থাকায় তা রেফার করা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। একদিকে যেমন আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি যেতে গাড়ির সমস্যা হচ্ছে। কর্মীও ওই কাজে অতিরিক্ত রাখতে হচ্ছে।”

‘গাফিলতি’তে মৃত্যু, প্রহৃত চিকিত্‌সক
চিকিত্‌সায় গাফিলতির অভিযোগ তুলে এক চিকিত্‌সককে মারধর করা হল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে আরামবাগ হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, বিকেলের দিকে ভর্তি করা হয় সোরাব আলি খান (৩২) নামে গোঘাটের বাবুরামপুরের এক যুবককে। কাঁঠালিতে বাসের ছাদ থেকে পড়ে চোট পান তিনি। পরে মারা যান। রাত সাড়ে ৮টা নাগাদ কিছু লোক হাসপাতালে ঢুকে স্বপন সরকার নামে এক চিকিত্‌সককে মারধর করে। স্বপনবাবু বলেন, “আমি ওই রোগীকে দেখিইনি। অথচ কিছু বলার সুযোগ না দিয়েই আমাকে মারধর করা হল।” ফরিদ খান নামে এক তৃণমূল নেতা এ দিন মৃতের বাড়ির লোকজনের সঙ্গে এসেছিলেন হাসপাতালে। তিনি বলেন, “চিকিত্‌সায় গাফিলতিতেই মারা গিয়েছেন ওই যুবক।” গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান সুপার নির্মাল্য রায়।

পারকিনসন্স রোধে
বৃহস্পতিবার, বিশ্ব পারকিনসন্স দিবসে ওই রোগীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছিল একটি বেসরকারি হাসপাতাল এবং এক স্বেচ্ছাসেবী সংস্থা। বিশিষ্ট স্নায়ুরোগ চিকিৎসকেরা রোগীদের নানা পরামর্শ দেন। ব্রেন পেসমেকার সার্জারির পরে যে সব পারকিনসন্স রোগীর অবস্থার খানিকটা উন্নতি হয়েছে, তাঁরাও নিজেদের অভিজ্ঞতার কথা জানান। কেউ কেউ জানান, অস্ত্রোপচারের আগে তাঁরা সম্পূর্ণ পরনির্ভরশীল ছিলেন। কিন্তু অস্ত্রোপচার করিয়ে তাঁরা ফের জীবনের মূল স্রোতে ফিরতে পেরেছেন।

স্বাস্থ্য পরীক্ষা শিবির
শ্রীরামপুরের কামেশ্বর-কামেশ্বরী মন্দিরের ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্প্রতি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। দু’দিনের ওই শিবির হয় মন্দির প্রাঙ্গণে। উদ্যোক্তারা জানান, প্রায় পাঁচশো জন স্বাস্থ্য পরীক্ষা করান। অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায় প্রমুখ। সম্প্রতি হুগলি রুরাল মেডিক্যাল অ্যাওয়্যারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লক কংগ্রেসের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। মিল্কি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ওই শিবিরে শ’পাঁচেক গ্রামবাসী স্বাস্থ্য পরীক্ষা করান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.