অনগ্রসর তালিকায় তিন নতুন জেলার দাবি জানাল রাজ্য
রাজ্যের আরও তিন জেলাকে ‘অনগ্রসর’ তালিকাভুক্ত করাতে চাইল রাজ্য। এই জেলাগুলি হল, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং ও কোচবিহার। সম্প্রতি দিল্লিতে যোজনা কমিশনের সঙ্গে বৈঠকে রাজ্যের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
বৃহস্পতিবার মহাকরণে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই কথা জানান। তিনি বলেন, “অনগ্রসর এলাকা ঘোষণার জন্য কয়েকটি শর্ত থাকে। সেই শর্ত মেনে ইতিমধ্যেই আমাদের রাজ্যে ১১টি জেলাকে অনগ্রসর তালিকাভুক্ত করা হয়েছে।”
একই ভাবে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতেও উন্নয়ন প্রয়োজন বলে রাজ্য মনে করে। তার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন। মন্ত্রী জানান, অনগ্রসর তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যোজনা কমিশনের আরও কয়েকটি শর্ত রয়েছে। সেগুলি মেনেই তিন জেলাকে বিশেষ তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে রাজ্য। উল্লেখ্য, এই বিশেষ তালিকাভুক্ত জেলাগুলিতে কেন্দ্রের ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্রান্ট ফান্ড (বিআরজিএফ) থেকে বিশেষ অর্থ বরাদ্দ করা হয়। এর আগে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এবং জলপাইগুড়ি জেলাকে এই তালিকাভুক্ত করা হয়েছে।
পঞ্চায়েত মন্ত্রী জানান, মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন (সংক্ষেপে ‘রেগা’) অনুসারে ১০০ দিনের কাজে দিনমজুরির হার নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের মতবিরোধ রয়েছে। এর আগে নীতির প্রশ্ন তুলে কেন্দ্রকে জানিয়েছিল রাজ্য, বাম আমলেই পশ্চিমবঙ্গে দিনজুরির হার ন্যূনতম ১৭৫ টাকা স্থির করা হয়।
নতুন সরকার আসার পর তার বদল ঘটেনি। কিন্তু একশ দিনের কাজে রাজ্য সরকার সাফল্য দেখাতে পারলেও ‘রেগা’র শর্ত অনুযায়ী মজুরি দিতে হচ্ছে ১৫১ টাকা। মন্ত্রী বলেন, “কেন্দ্রের প্রকল্পে কাজ করিয়ে কম মজুরি দেওয়ার অর্থ তাদের সঙ্গে প্রতারণা করা। সেই কারণে কমিশনের কাছে দৈনিক মজুরির হার ১৭৫ টাকাই করার দাবি রেখেছি।”
তিনি জানান, তাঁর দফতর থেকে গ্রামাঞ্চলে বিপিএল তালিকা তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। জেলাস্তরে তালিকা টাঙানোর নির্দেশও পঞ্চায়েত দফতর থেকে দেওয়া হয়েছে। কিন্তু শহরে ওই তালিকা তৈরির কাজ নগরোন্নয়ন দফতর এখনও শেষ করতে পারেনি বলে মন্ত্রী জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.