পাঁচ ম্যাচে ৭ গোল! ব্যারেটো আছেন তাঁর মেজাজেই। কিন্তু তাঁর দল ভবানীপুর এ দিন আই লিগ দ্বিতীয় ডিভিসনে ২-২ আটকে গেল সুব্রত ভট্টাচার্যের সাদার্ন সমিতির কাছে। বেঙ্গালুরুতে সুরজ মণ্ডলের গোলে সাদার্ন এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরান ব্যারেটো। প্রাক্তন মোহনবাগানি লিমা ২-১ ভবানীপুরকে এগিয়ে দিলেও সাদার্ন ২-২ করে। মুম্বইয়ে সঞ্জয় সেনের মহমেডান ০-১ হারল মুম্বই টাইগার্সের কাছে। মহমেডানের ইউনিস লালকার্ড দেখেন। প্রথম পর্বের শেষে মহমেডানই শীর্ষে। ভবানীপুর ও মুম্বই টাইগার্স দু’দলেরই পয়েন্ট ৯।
|
বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে ওয়েলস এবং স্কটল্যান্ডকে হারানোয় বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ের তালিকায় ছ’ধাপ উঠে চতুর্থ স্থানে ক্রোয়েশিয়া। র্যাঙ্কিংয়ে প্রথম তিন অপরিবর্তিতই। স্পেন (১), জার্মানি (২) এবং আর্জেন্তিনা (৩)। দু’ধাপ এগিয়ে পাঁচে পর্তুগাল। তিন ধাপ নেমে ইংল্যান্ড এবং ইতালি যথাক্রমে সপ্তম এবং অষ্টম স্থানে। ২০১৪ বিশ্বকাপ নিজেদের দেশে বলে যোগ্যতা পর্বে খেলছে না ব্রাজিল। ১৯ নম্বরে চলে গিয়েছে তারা। ২৯ নম্বরে থাকা জাপান এশীয় সেরা। আর ভারত? উইম কোভারম্যান্স-সুনীল ছেত্রীর দল ছ’ধাপ নেমে ১৪৯ স্থানে।
|
মহেশ ভূপতির আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা প্রকাশ করলেন পাকিস্তানের টেনিস তারকা আইসাম কুরেশি। “আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আইটিপিএল খেলব কি না এবং অবশ্যই আমি খেলতে চাই,” করাচিতে বলেছেন কুরেশি।
|
সংগ্রাম মুখোপাধ্যায় নেই। কার্লোস, তুলুঙ্গার চোট। এই অবস্থায় কল্যাণীতে পৈলান অ্যারোজের সঙ্গে আই লিগে নামছেন র্যান্টি মার্টিন্সরা।
|
বেণীপুর বান্ধব সমিতি আয়োজিত নরেন্দ্রনাথ বসু স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন পিএমএস-৪৬। পুরস্কার দেন সাবির আলি। |