টুকরো খবর
ষাঁড়ে আতঙ্ক মালবাজারে
একটি ষাঁড়ের তান্ডবে আতঙ্ক দেখা দেয় মালবাজারে। বুধবার সারা রাত মালবাজার শহরের ৯, ১১, ১২ নম্বর ওয়ার্ডে একটি গাড়ি, তিনটি বাইক, ৪বাড়ি ভাঙচুর করে যাঁড়টি। সেটির হামলায় জখম হন ১০ জন বাসিন্দা। বৃহস্পতিবার ষাঁড়ের ভয়ে মালবাজার শহর আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষে দুপুরে শহরের ডাকবাংলো ময়দানে ছুটতে ছুটতে আচমকাই লুটিয়ে পড়ে মারা যায় ষাঁড়টি। বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে প্রথম মালবাজারের হাটখোলা ও বাজার রোডে ষাঁড়টির অস্বাভাবিক গতিবিধি দেখা যায়। একটি পা জখম ছিল। যাঁড়টিকে কী ভাবে ধরা হবে তা নিয়ে প্রশাসনিক মহলে কথাবার্তাও শুরু হয়। ষাঁড়টির দাপাদাপিতে বাসিন্দারা পুরসভার, বন দফতর, দমকলে ফোন করতে থাকেন। এই দিন সকালে পুরসভার পক্ষ থেকে বন দফতরকে ঘুমপাড়ানি গুলি করে যাঁড়টিকে ধরার জন্য আবেদন করা হয়। বন দফতরের একটি দলও জলপাইগুড়ি থেকে মালবাজার রওনা হয়। পুর চেয়ারম্যান সুপ্রতিম সরকার বলেন, “বাসিন্দারা আতঙ্ক ভুগছিলেন। যাঁড়টি অসুস্থ হয়ে পড়েছিল বলে মনে হচ্ছে।”

বনে গাছ কাটায় বাধা
জঙ্গলে বন দফতরের গাছ কাটা বন্ধ করলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে ডুয়ার্সের কোদালবস্তি রেঞ্জের মন্থরাম বিটের জঙ্গলে গাছ কাটতে যান বনকর্মীরা। তাতে বাসিন্দারা বাধা দেন বলে অভিযোগ। কোদলবস্তির রেঞ্জ অফিসার সুরঞ্জন সরকার জানান, মাসের শেষে বাসিন্দারা গাছ কাটতে বাধা দিয়েছিলেন। বিষয়টি কালচিনি থানায় অভিযোগ জানানো হয়। তার পরে ফের জঙ্গলে গাছ কাটার কাজ চলছিল। এ দিন কিছু লোক ঢুকে কাজে বাধা দিয়েছেন। মন্থরাম গ্রাম সভার সদস্য অরুণ বসুমাতা জানান, বনদফতর অরণ্যের অধিকার আইন মানতে চাইছে না। বন দফতরকে গ্রামসভার সঙ্গে আলোচনায় বসে তার পরে গাছ কাটতে হবে।

করাতকল সিল
হাইকোর্টের নির্দেশে পুরুলিয়া জেলায় বেআইনি করাতকল বন্ধে অভিযান শুরু করেছে বন দফতর। বন দফতর সূত্রের খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহে হাইকোর্ট বেআইনি করাতকল বন্ধের জন্য একটি নির্দেশ জারি করেছে। দু’মাসের মধ্যে এই জেলার বেআইনি করাতকলগুলি বন্ধ করতে বলা হয়েছে। ঝালদার রেঞ্জ আধিকারিক সমীর বসু জানিয়েছেন, বৃহস্পতিবার ঝালদা রেঞ্জ এলাকার বেআইনি আটটি করাতকল সিল করে দেওয়া হয়। এলাকার বাকি ৮টি করাতকলের বৈধতা রয়েছে। যে করাতকলগুলি সিল করে দেওয়া হয়েছে, সেগুলির বৈধতা ছিল না।” জেলার অন্যত্রও অভিযান চলছে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।

আলোচনাসভা
পরিবেশ সম্পর্কে সচেতনতা, সংরক্ষণ ও নানা প্রভাব নিয়ে ‘প্রকৃতি ও মানুষ’ শীর্ষক দু’দিনের এক আলোচনা হয়ে গেল শান্তিনিকেতনের আম্রকুঞ্জে। উদ্যোক্তা বিশ্বভারতীর পাঠভবনের আশ্রম সম্মিলনীর পরিবেশ বিভাগ ও সখা সঙ্ঘ। মানুষ ও প্রকৃতির সম্পর্ক, পরিবেশ দূষণ ও সমস্যা, পরিবেশের উপযুক্ত সংরক্ষণ নিয়ে নানা বিষয়ে উপস্থাপনা করেন পাঠভবনের পড়ুয়া থেকে আমন্ত্রিতরা। সভাপতিত্ব করেন পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপিকা শিবানী চৌধুরী।

ডাইনো ভ্রূণ
ডিমের মধ্যে ভ্রূণ ডাইনোসরেরা ঘুরপাক খেত, একটু বড় হওয়ার পর লাথিও মারত ডিমের দেওয়াল ভেঙে বেরনোর জন্য। ঠিক যেমন এখন করে পাখির ভ্রূণেরা। প্রায় ১৯ কোটি বছর পুরনো একটি ডাইনোসরের ডিম পরীক্ষা করে জানা গিয়েছে বলে দাবি চিনের ইউনান প্রদেশের জীবাশ্মবিদেরা।

বাগানে হাতির হানা
শ্রমিকদের রেশনের জন্য রাখা দুই বস্তা আটা এবং এক চা শ্রমিকের ঘর ভেঙে লবণ, চাল খেয়ে জঙ্গলে ফিরে গেল দলছুট দাঁতাল। বুধবার রাতে কুমারগ্রামের ফাঁসখোয়া চা বাগানের ফ্যাক্টরি লাইনে ঘটনাটি ঘটেছে। শ্রমিকরা মশাল জ্বালিয়ে রাত দশটা নাগাদ দাঁতালটি জঙ্গলে ফেরায়।

অভয়ারণ্যে বাব্ল্স
বাব্ল্সকে বাড়ি থেকে বার করে অভয়ারণ্যে পাঠিয়ে দেওয়া হল। বাব্ল্স আর কেউ নয়, মাইকেল জ্যাকসনের পোষা শিম্পাঞ্জি। ২৭ বছরের শিম্পাঞ্জিটির এক বছরে খাবারের খরচা ১৩ হাজার পাউন্ড হওয়ায় তাকে অভয়ারণ্যে পাঠিয়ে দিয়েছেন মাইকেলের পরিবার। মাত্র দু’বছর বয়সে টেক্সাসের মেডিক্যাল ল্যাবরেটরি থেকে বাব্ল্সকে উদ্ধার করে এনেছিলেন মাইকেল। তার পর থেকেই মাইকেলের সর্ব ক্ষণের সঙ্গী ছিল সে। কিন্তু মাইকেলের ছেলে প্রিন্স জুনিয়র মাইকেল জন্মানোর পর হিংস্র স্বভাবের হয়ে উঠেছিল বাব্ল্স। তখন তাকে হলিউডের প্রাণী প্রশিক্ষক বব ডানের কাছে রাখা হয়েছিল। কিন্তু মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর আর তার খরচ বইতে রাজি নয় কেউ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.