বিনোদনের টুকরো খবর
একাঙ্ক নাটক প্রতিযোগিতা
শুরু হল আমন্ত্রণমূলক সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। মেদিনীপুরের অশোকনগর রেনেসাঁস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত। প্রতিযোগিতা চলবে আগামী রবিবার পর্যন্ত। সবমিলিয়ে ৯টি নাটক মঞ্চস্থ হবে।
মেদিনীপুর রেনেসাঁ ক্লাবের উদ্যোগে নাটক প্রতিযোগিতা অশোকনগরে। ছবি: রামপ্রসাদ সাউ।
উদ্যোগী ক্লাবের সম্পাদক সুব্রত রায় বলেন, “বাংলার ঐতিহ্যবাহী নাট্যচেতনা প্রসারের লক্ষ্যে এই উদ্যোগ। নাট্যমোদীদের উদ্দেশে এই অনুষ্ঠান আমাদের একটি সময়োপযোগী আন্তরিক প্রচেষ্টা মাত্র।” তাঁর কথায়, “নাটকের মধ্যে প্রাণের স্পন্দন রয়েছে। এরমধ্যে দিয়ে সহজেই সমাজের প্রতি বার্তা পৌঁছনো যায়।”

বসে আঁকো প্রতিযোগিতা
মুক-বধির ও মানসিক প্রতিবন্ধী পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হুগলির মাখলায়। মাখলার বন্ধুমহল ক্লাব প্রাঙ্গণে ওই কর্মসূচি পালিত হয় ‘ওয়েলফেয়ার সোসাইটি ফর দি ডেফ এন্ড রিটার্ডেড’ সংস্থার উদ্যোগে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক প্রতিবন্ধী ছেলেমেয়ে প্রতিযোগিতায় যোগদান করে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী অনুপেন্দু মৈত্র এবং সমরেন্দ্রকুমার দাস প্রমুখ।

সমাবর্তন অনুষ্ঠান
শ্রীরামপুরের অঙ্কনকলা বিষয়ক প্রতিষ্ঠান শিল্পালয়ের ২৭ তম বার্ষিক সমাবর্তন উত্‌সব গত ১৭ মার্চ সন্ধ্যায় আয়োজিত হয়। প্রতিষ্ঠানের কর্মাধ্যক্ষ বৈদ্যনাথ দে জানান, শিক্ষার্থীদের পারিতোষিক বিতরণের পাশাপাশি সঙ্গীত-সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

স্বামীজি স্মরণে অনুষ্ঠান
বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে সম্প্রতি শ্রীরামপুর বল্লভপুর উচ্চ বিদ্যালয়ে মূলত কিশোর ও যুব সম্প্রদায়ের জন্য এক অনুষ্ঠান হয়। উদ্যোক্তা শ্রীরামপুরের সংগঠন ‘রাজদীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটি’। সংগঠনের সম্পাদক সুদীপ্ত বিশ্বাস জানান, অঙ্কন, বক্তৃতা, প্রতিযোগিতা, যোগ বিষয়ক আলোচনা, যোগাসন প্রদর্শনী হয়। পরিবেশিত হয় নাচ, গান, কবিতা ও ছড়া পাঠ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বেলানগর রামকৃষ্ণ আশ্রমের সন্ন্যাসী স্বামী বুদ্ধানন্দ।

বঙ্গ উৎসব
একটি বেসরকারি টেলি পরিষেবা সংস্থার উদ্যোগে বঙ্গ উৎসবের দ্বিতীয় রাউন্ড হয়ে গেল দুর্গাপুরে। বর্ধমান, বোলপুর, আসানসোল ও দুর্গাপুরের শ’দুয়েক প্রতিযোগী এতে যোগ দেন। বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহের এই অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর সদস্যরা। ১৪ এপ্রিল বঙ্গ উৎসব হবে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে।

সাহিত্য সম্মেলন
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিলিগুড়ি শাখার আয়োজনে হতে চলেছে ‘এপার বাংলা ওপার বাংলা’ সাহিত্য সম্মেলন ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান। ১৩ এপ্রিল কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গণ হলে ও ১৪ এপ্রিল দাগাপুরে বসুন্ধরায় এই অনুষ্ঠান হবে।

রাজেশের ছবি
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে তাঁর মৃত্যুবার্ষিকীতেই মুক্তি পেতে চলেছে রাজেশ খন্নার শেষ ছবি ‘রিয়াসত।’ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান ছবিটি পরিচালক অশোক ত্যাগী। আরও জানান, ২০১২-র ডিসেম্বরে রাজেশের জন্মদিনেই ছবিটি বাজারে আনতে চেয়েছিলেন তিনি। নানা কারণে তা হয়নি। ১৮ জুলাই মুক্তি পাবে ‘রিয়াসত।’

কোনও এক... কাঠ ফাটা রোদে শু্যটিং চলছে পুরুলিয়ার ফুফুন্দি গ্রামে।
রাজ চক্রবর্তীর ছবিতে অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: প্রদীপ মাহাতো



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.