টুকরো খবর |
ধনীতম অ্যাডেল
সংবাদসংস্থা • লন্ডন |
ব্রিটেনের ধনীতম মহিলা হিসেবে ‘সানডে টাইমস রিচ লিস্ট’-এ নাম উঠল অ্যাডেলের। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৩ কোটি পাউন্ড। দ্বিতীয় স্থানে রয়েছেন চেরিল কোল। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৪০ লক্ষ পাউন্ড।
|
বিস্ময় কিশোর |
বয়স মাত্র ১৭। অথচ হিন্দি-সহ ২৩টি বিদেশি ভাষায় সে কথা বলে যেতে পারে। সম্প্রতি ইউটিউবে নিজের একটি ভিডিও পোস্ট করে আমেরিকার বাসিন্দা টিমোথি ডনার। সেটিতেই দেখা গিয়েছে কখনও হিন্দি তো কখনও জার্মানি ও ফরাসি, আবার কখনও আরবিতে অনর্গল কথা বলে যাচ্ছে সে। যথেষ্ট জনপ্রিয়ও হয়েছে ওই ভিডিওগুলি। বিশেষজ্ঞদের মতে, টিমোথি এক জন ‘হাইপারপলিগ্লট’। এরা খুবই অল্প সময়ের মধ্যে যে কোনও ভাষা রপ্ত করে নিতে পারে। টিমোথি জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে হিব্রু ভাষা শিখে ফেলার পরই নানা দেশের ভাষা শেখার আগ্রহ তাঁর বাড়তে থাকে।
|
৫৩ লক্ষের চিঠি |
একটি চিঠির মূল্য ৫৩ লক্ষ টাকা! তবে যে সে চিঠি নয়, ডিএনএ-এর দ্বিতন্ত্রী গঠনের আবিষ্কর্তা স্বয়ং ফ্রান্সিস ক্রিকের চিঠি। ১৯৫৩-এর মার্চে ক্রিক তাঁর ১২ বছরের ছেলে মাইকেলকে চিঠিটি লিখেছিলেন। সাত পাতার চিঠিটিতে ক্রিক একটি ছবি-সহ বর্ণনা করেছেন তাঁর এবং জেমস ওয়াটসনের আবিষ্কারের কথা। সরকারি ভাবে আবিষ্কারের কথা প্রকাশিত হওয়ার প্রায় এক মাস আগে চিঠিটি লেখা হয়েছিল। ২০০৪-এ ৮৮ বছর বয়সে মৃত্যু হয় ক্রিকের। তার ন’বছর পরে সেই চিঠি নিলামে উঠল। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৫৩ লক্ষ টাকায় কিনে নিয়েছেন সেই চিঠিটি। |
|