টুকরো খবর
ছাত্রী-নিগ্রহে শিক্ষক অভিযুক্ত বেনাচিতিতে
এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল দুর্গাপুরের বেনাচিতিতে। শুক্রবার বেনাচিতির নেতাজি হিন্দি বিদ্যালয়ে অভিভাবকেরা বিক্ষোভ দেখান। স্থানীয় বরো চেয়ারম্যান তৃণমূলের কাউন্সিলর নিমাই গড়াইয়ের নেতত্বে এই বিক্ষোভ হয়। পুলিশ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ থামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ওই প্রবীণ শিক্ষক ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে খবর ছড়ায়। বৃহস্পতিবার স্কুল খুলতেই ওই শিক্ষকের গ্রেফতারের দাবিতে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ শুরু করেন অভিভাবকদের একাংশ। দুর্গাপুর থানায় অভিযোগও দায়ের করেন ওই ছাত্রীর বাবা। তাঁর দাবি, “শুধু আমি নয়, আরও কয়েক জন অভিভাবক একই অভিযোগ জানিয়ে অভিযোগপত্রে সই করেছেন। ওই শিক্ষক বেশ কিছু দিন ধরেই ছাত্রীদের সঙ্গে এই ধরনের ব্যবহার করছিলেন।” কাউন্সিলর নিমাইবাবুরও অভিযোগ, “স্কুল কর্তৃপক্ষের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানিয়েছি।” প্রধান শিক্ষক সুধীরকুমার সুমন অবশ্য জানান, অভিভাবকদের তরফে বিষয়টি নিয়ে তিনি অভিযোগ পাননি। পরে বিক্ষোভকারীরা তাঁর কাছে থানায় অভিযোগের প্রতিলিপি দেখান। তখন তিনি বলেন, “পরিচালন সমিতি তদন্ত করবে।” অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ভুয়ো পুলিশ পরিচয়ে ধৃত
নকল পুলিশ পরিচয়পত্র নিয়ে ঘোরার অভিযোগে বুধবার একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম শুভেন্দু চট্টাপাধ্যায়। বাড়ি মেমারির সুভাষপল্লিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামালপুর থানার জৌগ্রামের কাছে কোরাকোটা গ্রামে তিনি কয়েক জনের বাড়িতে গিয়ে কিছু পুলিশের নাম করে নকল নোটিশ দিতে গিয়েছিলেন। তাতে ব্যক্তিদের বর্ধমান সদর থানায় গিয়ে দেখা করে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার নির্দেশ ছিল। শুভেন্দু ওই পরিবারগুলির কাছে কিছু টাকাও চান বলে অভিযোগ। কোরাকোটা গ্রামের ওই ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে হাজির করনো হলে সিজেএম তাঁকে ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অস্ত্র-সহ ধৃত ৪
অস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে ডিভিসি ভোতার পাড়ে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। তাদের কাছ থেকে একটি গুলিভর্তি পাইপগান, ৬টি বোমা, একটি লোহার রড ও নাইলনের দড়ি পাওয়া গিয়েছে। পুলিশের সন্দেহ, ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীরা। তিন, চার জন পালিয়ে গেলেও বাকিদের তাড়া করে তাড়া করে ধরে ফেলে পুলিশ। বাকিদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

প্রৌঢ়ের দেহ উদ্ধার
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার অন্ডালের খান্দরার একটি পুকুর থেকে ওই প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লবান বাগ্দী (৫২)। তিনি স্থানীয় নাককাজোড়ার বাসিন্দা। তাঁর ছেলে সুকুমারবাবু জানান, দু’দিন ধরে তাঁর বাবা বাড়ি ফেরেনি। তিনি এ দিন প্রতিবেশীদের থেকে জানতে পারেন, তাঁর বাবার মৃতদেহ পুকুরের জলে ভাসছে।

লরি নিয়ে চম্পট
একটি লরি নিয়ে পালাল দুষ্কৃতীরা। রানিগঞ্জের জে কে নগর বাজার বাসস্ট্যান্ডের ঘটনা। গাড়ির মালিক অবধেশ চৌধুরি জানান, হঠাৎ দেখতে পান তাঁর গাড়িটি নেই। তিনি নিমচা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

সংঘর্ষে জখম ৬
সংরক্ষণের টাকায় বাড়ি তৈরির জায়গাকে কেন্দ্র করে জামুড়িয়ার সাকড়ি কুমারডিহিতে দুই পরিবারের মধ্যে মারামারি হল। ছ’জন আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, সংখ্যালঘুদের বাড়ি নির্মাণ প্রকল্পে টাকা পান শেখ সাবারউদ্দিন। কিন্তু তিনি ও তাঁর আত্মীয় শেখ সফিক পাট্টাতেও জমি পেয়েছেন। বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে শেখ সাবারউদ্দিনের বাড়ি করা নিয়ে অশান্তি হয়। দু’পক্ষ অভিযোগ করেছে। তদন্ত করছে পুলিশ।

জল নিয়ে মারামারি
কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে মারামারি হল পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকায়। বৃহস্পতিবার রামধোনী মাহাতো ও গোবিন্দ রামের পরিবারের মধ্যে কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে মারামারি হয়। দু’জন আহত হয়েছেন।

কোথায় কী

রূপনারায়ণপুর

বইমেলা। ডাবর মোড়। উদ্যোগ: পশ্চিম রাঙ্গামাটিয়া ইয়ুথ ক্লাব।

আসানসোল

ফুটবল । রেলপাড় দুর্গামন্দির মাঠ। বিকেল ৩টে। উদ্যোগ: রেলপাড় ইউসি।

জামুড়িয়া

পালাকীর্তন। বীরকুলটি গ্রাম। সকাল ১০টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.