টুকরো খবর |
দক্ষিণ সুদানে নিহত পাঁচ ভারতীয় সেনা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দক্ষিণ সুদানে জঙ্গি হামলায় নিহত হলেন রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর ভারতীয় সেনা। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, নিহতদের মধ্যে রয়েছেন এক লেফটেন্যান্ট-কর্নেল এবং অন্য এক অফিসারও। আহত হয়েছেন আরও চার সেনা। ২০১১ সালের ৯ জুলাই স্বাধীন হয়েছে দক্ষিণ সুদান। কিন্তু এখনও সে দেশের ১০টি প্রদেশের মধ্যে ৯টিতেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে সেনাবাহিনীর। শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গোড়া থেকেই দক্ষিণ সুদানে মোতায়েন রয়েছে রাষ্ট্রপুঞ্জের বাহিনী। জংলেই প্রদেশের পিবর এলাকায় দক্ষিণ সুদানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে জঙ্গি নেতা ডেভিড ইয়াউ ইয়াউয়ের বাহিনীর। পরিস্থিতি সামলাতে সেখানে রয়েছে রাষ্ট্রপুঞ্জ বাহিনীও। বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের একটি কনভয়কে পাহারা দিচ্ছিলেন ভারতীয় সেনারা। হঠাৎ তাঁদের উপরে হামলা চালায় জঙ্গিরা। নিহত হন পাঁচ সেনা। কিছু দিন ধরেই পিবর এলাকায় উত্তেজনা বাড়ছে। দক্ষিণ সুদান সরকার ডেভিড ইয়াউ ইয়াউয়ের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নামতে চলেছে বলে মার্চেই জানিয়েছিলেন দক্ষিণ সুদানে রাষ্ট্রপুঞ্জের কর্তা হিল্ডে জনসন। বিশ্বের নানা প্রান্তে রাষ্ট্রপুঞ্জের বাহিনীতে কাজ করেন ভারতীয় সেনা অফিসার ও জওয়ানরা। অনেক সময়েই হামলায় প্রাণ হারিয়েছেন তাঁরা। মার্চে দক্ষিণ সুদানেই আহত হয়েছিলেন এক ভারতীয় সেনা। ২০১০ সালে কঙ্গো প্রজাতন্ত্রে তিন ভারতীয় সেনাকে খুন করেছিল জঙ্গিরা।
|
থ্যাচারের মৃত্যুতে উৎসব, আহত পুলিশ
সংবাদসংস্থা • লন্ডন |
মার্গারেট থ্যাচারের মৃত্যুর ‘আনন্দে’ উৎসবে মেতেছিল কিছু লোক। সেই জমায়েত ভাঙতে গিয়ে আহত হলেন ছ’জন পুলিশ। দক্ষিণপন্থী থ্যাচারের অসংখ্য ভক্তের মতো প্রবল বিরোধীও ছিলেন অনেকেই। তাঁর মৃত্যুর পরে ব্রিটেনে উৎসব করেছে বিরোধীদের অনেকেই। মঙ্গলবার ব্রিস্টলে ২০০ জনের জমায়েত ভাঙতে গিয়েছিল পুলিশ। পুলিশকে লক্ষ্য করে জমায়েত থেকে বিয়ারের ক্যান ও বোতল ছোড়া শুরু হয়। আহত হন ছ’জন পুলিশ। গ্লাসগো ও ব্রিক্সটনেও উৎসব হয়েছে। তবে তেমন বড় গোলমাল হয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ১৭ এপ্রিল থ্যাচারের অন্ত্যেষ্টি হবে। তাতে যোগ দেবেন রানি এলিজাবেথ।
|
ফের হুমকি উত্তর কোরিয়ার
সংবাদসংস্থা • সোল |
এ বার বিদেশিদের দক্ষিণ কোরিয়া ছেড়ে যেতে বলল উত্তর কোরিয়া। উত্তরের দাবি, কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হবে। তাই বিদেশিদের পাততাড়ি গোটানোই ভাল। সম্প্রতি উত্তাপ বেড়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আমেরিকা-সহ সংশ্লিষ্ট অন্য রাষ্ট্রগুলিও। উত্তর কোরিয়া যুদ্ধে নামবে বলে মনে করেন না অনেকেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টোকিওর কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে জাপান। মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তাঁর মতে, কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ হলে তার ফল রাশিয়ার চের্নোবিল পরমাণু চুল্লি দুর্ঘটনার চেয়েও মারাত্মক হবে।
|
এড়ানো যেত মৃত্যু
সংবাদসংস্থা • লন্ডন |
মা-বাবার আফশোস, মেয়ে শ্রীলঙ্কা ভ্রমণের
পরিকল্পনা বাতিল না করলে হয়তো এড়ানো যেত দুর্ঘটনা। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মেয়ের স্মৃতিচারণায় এ কথাই জানালেন বাবা ভিক্টর গ্রোভস। দিন দু’য়েক আগের ঘটনা। কাশ্মীরে বেড়াতে এসে এক ডাচ পর্যটকের হাতে খুন হন ব্রিটিশ পর্যটক সারা গ্রোভস। শনিবার টেলিফোন মারফত মেয়ের মৃত্যুর খবর পান মা-বাবা। তার পর মঙ্গলবারই এ বিষয়ে প্রথম মুখ খুললেন তাঁরা। মেয়ের ভারত ভ্রমণ নিয়ে জানালেন অনেক কথা। বললেন, প্রথমে শ্রীলঙ্কা যাওয়ারই পরিকল্পনা করেছিলেন সারা। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয় তা। কাশ্মীরের এক বন্ধুর সঙ্গে দেখা করতে শেষমেশ ভারত যাওয়ার পরিকল্পনাই করেছিলেন তিনি।
|
স্ত্রীকে খুন ভারতীয়ের
সংবাদসংস্থা • রোম |
ইতালিতে নিজের স্ত্রী ও সৎ মেয়েকে খুন করার কথা স্বীকার করে নিলেন এক ভারতীয়। কুমার রাজ জানিয়েছেন, তাঁর কাছে বার বার টাকা চাইছিলেন ৫৬ বছরের ইতালীয় স্ত্রী ফ্রান্সেসকা ডি গ্রাজিয়া ও ১৯ বছরের মেয়ে মার্টিনা। তাই রাগের মাথায় তাঁদের খুন করেছেন তিনি। ২০০৮ সালে ভারতেই ফ্রান্সেসকাকে বিয়ে করেছিলেন কুমার। ইতালীয় স্ত্রী-র দৌলতে সে দেশের নাগরিকত্ব পেয়েছিলেন তিনি।
|
ললিপপের মুখ
সংবাদসংস্থা • সিঙ্গাপুর |
ললিপপ কি শুধু ছোটদেরই পছন্দ? উঁহু, মোটেই তা নয়। চোখ, কান, নাক সমেত হুবহু আপনার মুখের আস্ত আদল ফুটিয়ে তুলতেও এর জুড়ি মেলা ভার। অন্তত এমন কাণ্ডই ঘটিয়েছেন সিঙ্গাপুরের এক শিল্পী। চায়নাটাউনের রাস্তায় তাঁকে ঘিরে উপচে পড়ে পর্যটকদের ভিড়। তাঁদের মধ্যে যখন চাপা গুঞ্জন, হঠাৎই মুখ থেকে ললিপপ বার করে আনেন ওই শিল্পী। পর্যটকদের চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। প্রায় হাঁ করে তাঁরা তাকিয়ে দেখেন, ললিপপে ফুটে উঠেছে তাঁদেরই কারোর মুখ। খুদে সেই মুখ যেন তাকিয়ে দেখছে তাঁকেই।
|
ইরানে ভূমিকম্প, মৃত ৩০
সংবাদসংস্থা • তেহরান |
ইরানের বুশের শহরে ভূকম্পে ৩০ জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ৬.১। বুশেরেই ইরানের এক মাত্র পরমাণু কেন্দ্র। তবে সেখানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পন অনুভূত হয়েছে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহিতেও।
|
গ্রেফতার হবেন না মুশারফ
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
দেশদ্রোহের মামলায় পাকিস্তানের প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশারফের গ্রেফতারির আর্জি খারিজ করে দিল পাক সুপ্রিম কোর্ট। নির্বাচনে যোগ দিতে সম্প্রতি স্বেচ্ছা-নির্বাসন থেকে দেশে ফিরেছেন মুশারফ। পাকিস্তানে নানা আইনি সমস্যার মুখে পড়েছেন তিনি। |
|