বিয়ের দেনমোহর অনুষ্ঠানের আড়াই মাসের মধ্যে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুরের কাজিগছ এলাকায় ঘটনাটি ঘটে। এদিন বিকেলে তাদের জেরার পর মাটি খুঁড়ে চোপড়া থানার ফতেপুর সংলগ্ন ধুলিগাঁও এলাকা থেকে ওই বধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নিহত মহিলার নাম সাহেবা বেগম (১৮)। বাড়ি লক্ষ্মীপুরের কাজিগছ এলাকাতে। কাজিগছের বাসিন্দা মহম্মদ রজ্জাকের সঙ্গে সাহেবার প্রেমের সম্পর্ক ছিল গত কয়েক বছর ধরেই। গত ৭ এপ্রিল রাতে রজ্জাকের সঙ্গে বেরোয় সাহেবা। রজ্জাক ফিরলেও সাহেবা ফেরেননি। সোমবার এলাকার বাসিন্দাদের নিয়ে পরিবারের লোকেরা চোপড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় মহম্মদ সওদাগর নামে শাগরেদকে। বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে এ দিন বাসিন্দারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বিধায়ক বলেন, “ওই যুবক খুন করার পর এলাকার নেতাদের শরণাপন্ন হয়। আমাদের আন্দোলনের চাপে পরে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।” চোপড়ার বিডিও অতনু মণ্ডলের উপস্থিতিতে চোপড়ার ধুলিগাঁও থেকে দেহ উদ্ধার করে পুলিশ। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল জানান, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, অন্য মেয়ের সঙ্গে রজ্জাকের সম্পর্ক গড়ে ওঠে। প্রথমিক তদন্তে পুলিশ জেনেছে, বধূর মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পরে শ্বাসরোধ করে খুন করে পুঁতে রাখা হয়।
|
মঙ্গলবার সকালের দিকে বাস চলেনি। তবে বেলা বাড়তেই কর্মীরা কাজে যোগ দিলেন। হলদিবাড়ি-জলপাইগুড়ি বাস চলাচল শুরু হল। হলদিবাড়ি-জলপাইগুড়ি রুটের এক বাস কর্মীকে নিগৃহের করার প্রতিবাদে গত দুই দিন ধরে বাস ধর্মঘট চলছে। ওই নিগৃহের অভিযোগে পিকআপ ভ্যানের চালক কাইজার মহম্মদকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এর জেরেই বাস কর্মীরা কাজে যোগ দেন। গত রবিবার থেকে এই রুটে বাস চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকালেও প্রথম দিকে বাস চলাচল বন্ধ ছিল। তৃণমূল কংগ্রেসের শ্রমিকদের শাখা সংগঠন আইএনটিটিইউসির হলদিবাড়ি বাস কর্মী ইউনিয়নের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দাস জানিয়েছেন, আমাদের দাবিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাই ধর্মঘট তুলে নিয়েছি। ওই ঘটনার জড়িত অভিযুক্ত আরও পাঁচ জনকে খুঁজছে পুলিশ।
|
এক পকেটমারকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাস যাত্রীরা। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কালীতলা এলাকায়। চলন্ত বাসে ব্যবসায়ী বিপ্লব সাহা টের পান তাঁর পকেটমার হয়েছে। তাঁর পকেটে ৩৯ হাজার টাকা রাখা ছিল। তিনি চেঁচামেচি শুরু করলে বাসের সহযাত্রীরা অভিযুক্ত পকেটমারকে ধরে ফেলেন। উদ্ধার হয় টাকা।
|
উত্তর দিনাজপুরে ‘সিভিক পুলিশ’ নিয়োগে অস্বচ্ছতা ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটি আন্দোলনে নামল। মঙ্গলবার কয়েকশ সদস্য রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁকে স্মারকলিপি দেওয়া হয়! নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য জানান ‘এটা পুলিশের বিষয়’। |