কংগ্রেসের বিতর্কিত এক গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগ দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েতের কংগ্রেসের আরও ৯ জন সদস্যের পাশাপাশি ৩ জন আরএসপি সদস্যও তাঁদের দলে যোগ দিয়েছে বলে তৃণমূলের দাবি। বালুরঘাট রবীন্দ্রভবন মঞ্চে জেলা তৃণমূল আয়োজিত সভায় ওই দলবদল হয়েছে। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের দলত্যাগী কংগ্রেসের ওই প্রধান লগিন রবিদাসের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “লগিনবাবুর নেতৃত্বে পঞ্চায়েত প্রতিনিধি-সহ এলাকার বহু মানুষ যোগ দেওয়ায় বালুরঘাটে তৃণমূলের শক্তি বাড়ল। লগিনবাবুকে বালুরঘাটের সাধারণ সম্পাদক করা হল।”
পেশায় ঠিকাদার এবং গ্রামপঞ্চায়েত প্রধান লগিনবাবুর ভাবমূর্তি নিয়ে বিতর্ক থাকায় তৃণমূলের একাংশ তাঁকে দলে নেওয়ার বিষয়টি ভালো চোখে দেখছেন না। তাঁদের অভিযোগ, বরাবর সিপিএমের সঙ্গে আঁতাত করে চলা ওই নেতার সঙ্গে সম্প্রতি জেলা কংগ্রেসেরও দূরত্ব বেড়েছিল। প্রায় কোনঠাসা হয়ে পড়া গ্রাম পঞ্চায়েত নেতাকে এখন দলে নিয়ে পঞ্চায়েত ভোটের মুখে দলকে বিড়ম্বনায় পড়তে হতে পারে। জেলা কংগ্রেসের সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “কংগ্রেসে স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব ছাড়া কারও জায়গা নেই। দলের পক্ষে এটা ভাল হল। ভাটপাড়াতে কংগ্রেসের কোনও ক্ষতি হবে না।” |