হুটহাট গুলি চান না মমতা
বুলেট নয়, বিক্ষোভ দমনে লঙ্কা গ্রেনেড ও জল-কামান
ফোঁস করো। কিন্তু পারত পক্ষে গুলি চালিও না।
এই কৌশল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর এই কৌশলকে, এই ইচ্ছাকে নির্দেশ হিসেবে মেনে নিয়ে রাজ্য পুলিশ এখন গুলি-বন্দুকের বদলে উন্মত্ত জনতাকে সামলানোর জন্য অন্যান্য সরঞ্জাম বেশি করে কিনতে শুরু করেছে।
বাম আমলে নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা রাজনৈতিক ভাবে মমতার অনেকটাই সুবিধা করে দিয়েছিল। অথচ তাঁর দল ক্ষমতায় আসার পরেও দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট, বীরভূমের লোবা এবং নদিয়ায় তেহট্টে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। কিন্তু কোনও জন-বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে পুলিশের হুটহাট গুলি চালানোটা মুখ্যমন্ত্রীর নাপসন্দ। পুলিশ যাতে ‘ট্রিগার হ্যাপি’ হয়ে না-পড়ে, সেই ব্যাপারে বারবার সতর্ক করে দিয়েছেন তিনি। বুলেটের বদলে ভয় দেখানোর নানান দাওয়াইয়ের উপরে নির্ভর করতে বলছেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, গুলি না-চালিয়ে যতটা সম্ভব ভয় দেখিয়ে জনতাকে ছত্রভঙ্গ করো।
রাজ্য পুলিশের এক কর্তা জানান, মুখ্যমন্ত্রীর অভিপ্রায় শিরোধার্য করে ভয় দেখিয়েই ক্ষিপ্ত জনতাকে সরিয়ে দেওয়ার পথে এগোতে চাইছেন তাঁরা। তাই দেড় বছর ধরে পুলিশের আধুনিকীকরণ প্রকল্পে গুলি-বন্দুকের বদলে মির্চি গ্রেনেড বা লঙ্কা গ্রেনেড, রবার-বুলেট ছোড়ার পাম্প অ্যাকশন গান, জল-কামান, মোবাইলফগিং মেশিন, আধুনিক কাঁদানে গ্যাসের শেল বেশি কেনা হচ্ছে। ক্ষিপ্ত জনতার মোকাবিলায় এই সব সরঞ্জাম পাঠানো হচ্ছে জেলায়।
নয়া সরঞ্জামের বাড়তি সুবিধা কী? এক পুলিশকর্তা জানান:
• মির্চি গ্রেনেড বা লঙ্কা গ্রেনেড ছুড়লে চোখে লঙ্কার গুঁড়ো লাগার মতো জ্বালা করবে।
• পাম্প অ্যাকশন গান দিয়ে ১২ বোরের রবাট-বুলেট ছোড়া হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে এই বুলেট প্রায় ৯০ মিটার পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারে।
• দু’ধরনের কাঁদানে গ্যাসের শেল কিনেছে পুলিশ। একটি ৫০ মিটার পর্যন্ত যাবে, অন্যটি ১৩৫ মিটার।
• ফগিং মেশিনের ধোঁয়া ছেড়ে মারমুখী জনতাকে সরিয়ে দেওয়া সম্ভব।
পুলিশি সূত্রের খবর, সম্প্রতি ২০০০ মির্চি গ্রেনেড কেনা হয়েছে। কেনা হয়েছে ৩৮৫টি পাম্প অ্যাকশন গান এবং প্রায় পাঁচ হাজার আধুনিক কাঁদানে গ্যাসের শেল। এ ছাড়া ১৫টি জল-কামান গাড়ি, মোবাইল ফগিং মেশিন কেনা হয়েছে। পাম্প অ্যাকশন গান কেনা হয়েছে ৩৮৫টি, প্রতিটির দাম প্রায় ৫০ হাজার টাকা। রেল পুলিশ, বিভিন্ন থানা, পুলিশের জেলা সদর, বিভিন্ন ব্যাটেলিয়নেও এই বন্দুক দেওয়া হয়েছে। আরও কেনা হবে। রাজ্যে এখন ৪৫০টি থানা রয়েছে।
প্রতিটি থানায় দু’টি করে পাম্প অ্যাকশন গান দেওয়ার কথা আছে। জঙ্গি মোকাবিলা এবং ভিভিআইপি-দের নিরাপত্তার জন্য এমপি ফাইভ নামে ১০০টি লাইট কার্বাইন কেনা হয়েছে। এই ধরনের আরও ১০০ কার্বাইন কেনা হবে। মাওবাদী প্রভাবিত এলাকায় এই অস্ত্র দেওয়া হচ্ছে। গোয়েন্দা বিভাগের হাতেও দেওয়া হয়েছে কিছু লাইট কার্বাইন।
এই সব নতুন সরঞ্জাম কেনার টাকা আসছে কোথা থেকে?
আধুনিকীকরণ খাতে রাজ্য ও কেন্দ্রের দেওয়া টাকায় এই সব সরঞ্জাম কেনা হচ্ছে বলে জানান এক পুলিশকর্তা। তিনি বলেন, “পুলিশ তো বাধ্য হয়েই গুলি চালায়। কিন্তু তার আগে শেষ চেষ্টা করে দেখতেই নতুন কিছু সরঞ্জাম কেনা হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.