সেচখালে ট্রাক
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
দুর্ঘটনার পরে।—নিজস্ব চিত্র |
নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে কংসাবতীর সেচখালে উল্টে গেল পাথর বোঝাই একটি ট্রাক। সোমবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে সারেঙ্গা থানার পিড়রগাড়ি মোড়ের কাছে, বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, পাথরবোঝাই ওই ট্রাকটি রাত ১১টা নাগাদ রাইপুর থেকে বাঁকুড়া যাচ্ছিল। দুর্ঘটনার পরেই চালক ও খালাসি ট্রাক ছেড়ে পালায়। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। মঙ্গলবার সকালে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি তুলে পুলিশ তা আটক করে। অন্য দিকে, ডাম্পারের ধাক্কায় মঙ্গলবার রাইপুর থানার দেমুশন্যা গ্রামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তাঁর নাম ছবিরানি রজক (৫৪)। দেমুশন্যা গ্রামে তাঁর বাড়ি। এ দিন সকাল ১১টায় রাস্তা পার হওয়ার সময় ডাম্পারটি এসে ওই বৃদ্ধাকে পিছন দিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ডাম্পারটি আটক করে।
|
সাসপেন্ড পোস্টমাস্টার
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
টাকা নয়ছয়ের অভিযোগে বরাবাজার থানার সরবেড়িয়া গ্রামের এক সাব পোস্টমাস্টারকে সাসপেন্ড করা হল। পুরুলিয়ার পোস্টাল সুপারিটেন্ডেন্ট বিধান আচার্য বলেন, “তপনবাবুর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ ছিল। প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হওয়ায় তাঁকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত চলছে।” পোস্টমাস্টারের দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
|
সিউড়িতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন সিউড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চিফ এগজিকিউটিভ অফিসার। মঙ্গলবার ওই সমবায় ব্যাঙ্কের জেলা প্রধান কার্যালয়ে বিক্ষোভ দেখান কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক কর্মচারি সংগঠনের সদস্যেরা। ওই ব্যাঙ্কের চিফ একজিকিউটিভ অফিসার অজয়কুমার রাম বলেন, “বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। এর বেশি কিছু বলতে পারব না।” |