মেয়েকে পেতে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
একমাত্র মেয়েকে ফিরে পাওয়ার দাবিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে গ্রামবাসীদের নিয়ে রাস্তা অবরোধ করলেন বাবা। মঙ্গলবার সকালে দেগঙ্গার কাউকেপাড়ায় টাকি রোডে ওই অবরোধ হয়। প্রায় আড়াই ঘণ্টার অবরোধে তীব্র যানজটে আটকে পড়ে নাকাল হতে হয় যানচালক থেকে সাধারণ যাত্রীদের। পরে দেগঙ্গা থানার ওসি পলাশ চট্টোপাধ্যায় বাহিনী নিয়ে গিয়ে এ ব্যাপারে প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, চার বছর আগে দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের রায়পুর গ্রামের বাসিন্দা ফিরদৌসি বেগমের সঙ্গে কাউকেপাড়ার বাসিন্দা রাজু মণ্ডলের বিয়ে হয়। তাঁদের একমাত্র মেয়ে সুলতানা। গত বছর অগস্ট মাসে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ফিরদৌসি। মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে, এই মর্মে মৃতার বাবার অভিযোগ পেয়ে পুলিশ রাজুকে গ্রেফতার করে। বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেন। মা মারা যাওয়ার পরে সুলতানা মামার বাড়িতে চলে যায়। সম্প্রতি জেল থেকে ফিরে রাজু মেয়েকে আনতে যান। কিন্তু সুলতানাকে ফেরত দিতে রাজি হননি তাঁরা। আদালতের দ্বারস্থ হলে বিচারক সুলতানাকে আদালতে হাজির করার নির্দেশ দেন। রাজুর দাবি, তারপরেও সুলাতানাকে আদালতে হাজির করা হয়নি। বার বার বলা সত্ত্বেও পুলিশ গুরুত্ব দিচ্ছে না এই অভিযোগে এ দিন সকাল ৮টা নাগাদ গ্রামবাসীদের নিয়ে টাকি রোড অবরোধ করেন রাজু।
|
শাড়ি চুরি চক্র, বনগাঁয় ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
পোশাক, চেহারায় এক নজরে সম্ভ্রান্ত ঘরের মহিলা বলে মনে হবে যে কারও। আর তারই সুযোগ নিয়ে বিভিন্ন দোকানে ঢুকে শাড়ি কেনার অছিলায় শাড়ি চুরি করতেন চারজন মহিলা দলটি। গোটা বনগাঁ শহর জুড়েই চলছিল তাদের এই কেপমারি। পুলিশের কাছে বিভিন্ন সময়ে অভিযোগ এলেও দলটিকে ধরতে পারছিল না পুলিশ। সোমবার ট’বাজারের একটি শাড়ির দোকানে ঢুকেছিল দলটি। কিন্তু এ বার আর শেষ রক্ষা হল না। শাড়ি চুরি করতে গেলে দেখে ফেলেন দোকানের এক কর্মচারি। প্রথমে অস্বীকার করলেও শেষ পর্যন্ত দোকানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। ধৃত মঞ্জু দাস ও সেবী দাসের বাড়ি চাঁদপাড়া এলাকায়।
|
ট্যাক্সির ধাক্কায় মৃত্যু |
স্কুলে যাওয়ার পথে মৃত্যু হল এক ছাত্রের। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ হাবরা থানার বাণীপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম রাম হালদার (১০)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ গাড়িটি আটক ও চালককে গ্রেফতার করেছে। এ দিন রামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নামে। স্কুলেও ছুটি ঘোষণা করা হয়। |