সিপিএম কার্যালয়ে মিলল বোমা
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
মঙ্গলবার সন্ধ্যায় তারকেশ্বরে সিপিএমের জোনাল অফিসে তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করল পুলিশ। দিল্লিতে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে এসএফআইয়ের হেনস্থার প্রতিবাদে সন্ধ্যায় প্রতিবাদ মিছিল বের করেছিল তৃণমূলের লোকজন। সিপিএমের জোনাল কমিটির অফিসের সামনে এসে বিক্ষোভ শুরু করে তারা। ইট-পাটকেল ছোড়া হয়। পার্টি অফিসে আগ্নেয়াস্ত্র রাখা আছে বলেও দাবি করে তৃণমূলের লোকজন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পার্টি অফিসে ঢুকে তল্লাশি চালায়। পুলিশ জানায়, ওই কার্যালয়ের ভিতর থেকে পাঁচটি বোমা মিলেছে। জেলা সিপিএম নেতৃত্ব অবশ্য পুরো বিষয়টিকেই ‘সাজানো’ বলে বর্ণনা করছেন। জেলা সিপিএমের এক নেতা বলেন, “কার্যালয়ে তৃণমূলের লোকজন জোর করে বোমা রাখে। তার পরে তারাই পুলিশে খবর দিয়ে বোমা উদ্ধারের নাটক করে।”
|
শ্রীরামকৃষ্ণ মন্দিরে উৎসব |
রামকৃষ্ণ পরমহংসদেবের আর্বিভাব জয়ন্তী উৎসব ও স্বামী বিবেকানন্দ যুব সম্মেলন অনুষ্ঠিত হল বীরশিবপুরের শ্রীরামকৃষ্ণ মন্দিরে। ৫-৭ এপ্রিল অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী মুক্তিপ্রদানন্দ। নৃত্যনাট্য, শোভাযাত্রা, যোগাসন ছিল বিশেষ আকর্ষণ। ছিল ক্যারাটে প্রতিযোগিতা। যুব সম্মেলনে যোগ দেয় স্কুলের ছাত্রছাত্রীরা। পরিচালনা করেন শ্রীমৎ স্বামী সত্যধর্মানন্দ। |