ছাত্র বিক্ষোভে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দিল কর্তৃপক্ষ। নাকাশিপাড়ার পাটপুকুর হাইস্কুলে মিড ডে মিলে দুর্নীতি, নিয়মিত ক্লাসের দাবিতে শুক্রবার ছাত্রছাত্রীরা শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখায়। কর্তৃপক্ষ শনিবার স্কুল বন্ধ রাখলেও ছাত্রছাত্রীরা তালা ভেঙে ভিতরে ঢোকে। স্কুল পরিচালন সমিতি ও বিক্ষুব্ধ পড়ুয়াদের আলোচনায় কোনও সমাধানসূত্র বার হয়নি। সোমবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন। বিক্ষোভকারী রুপা খাতুন, আনামূল শেখরা বলেন, “নিয়মিত ক্লাস হয় না। চাল চুরিও হচ্ছে লাগাতার। তাই আমরা আন্দোলনের পথে নেমেছি।” পরিচালন সমিতির সম্পাদক হোসেন আলি শেখ বলেন, “সিপিএম ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এসএম সাদি বলেন, “বিক্ষোভের সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। পরিচালন সমিতির ব্যর্থতার জন্যই পড়ুয়ারা পথে নেমেছে।”
|
তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল তাঁরই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। বহরমপুরের চাঁদপাড়া গ্রামের ওই মৃতার পরিবারের অভিযোগ, আশা খাতুন নামে ওই মহিলাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে রাজু ও তার কয়েকজন সাগরেদ মিলে ধর্ষণ করে। তারপরে তাঁকে খুন করা হয়। তবে পুলিশ প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পায়নি বলে দাবি করেছে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান। তবে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। সোমবার সন্ধ্যায় আশা খাতুন রাজু শেখের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতেও মেয়ে বাড়ি না ফেরায় মেয়ের খোঁজে রাজুর বাড়ি যান তাঁর মা কুসুমবিবি। রাজু তাঁকে আশ্বাস দিয়ে জানান, তাঁর মেয়ে দ্রুতই ঘরে ফিরে যাবে বলে। এরপর মঙ্গলবার ওই তরুণীর দেহ মেলে।
|
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক মহিলার শ্বশুরকে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ। নাম আমেদ আলি দফাদার। শান্তিপুরের দফাদারপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, সোমবার রাতে ঘরের ভিতরে দড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হন সাইনা বিবি (১৮) নামে ওই মহিলা।
|
পঞ্চায়েত ভোটের প্রচারে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানালেন জলপাইগুড়ির জেলা কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকার ও নাগরাকাটার বিধায়ক জোসেফ মুণ্ডা। |