টুকরো খবর
ধুলিয়ান তৃণমূলের
কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের দলত্যাগী ১০ কাউন্সিলরকে নিয়ে ধুলিয়ান পুরসভা দখল করল তৃণমূল। মঙ্গলবার পুরপ্রধান নির্বাচিত হলেন ফব ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া তুষারকান্তি সেন। ১৯ সদস্যের ওই পুরসভায় তৃণমূলের টিকিটে জয়ী কোনও কাউন্সিলর ছিল না। বামফ্রন্ট ও কংগ্রেস এই ঘটনাকে ‘নীতিহীনতা ও বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছে। সিপিএমের সুন্দর ঘোষ বলেন, “মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দলত্যাগী কাউন্সিলরেরা।” তৃণমূলের জেলা সভাপতি মদম্মদ আলি বলেন, “ধুলিয়ানের অনুকরণে এ বার জেলার অন্য পুরবোর্ডগুলিও দখল করবে দল।” ২০১০ সালের পুর নির্বাচনে বামফ্রন্ট ১০টি আসন দখল করেছিল। কংগ্রেস পায় ৯টি। বোর্ড গঠন করে বামেরা। বছর না পেরোতেই ৪ বাম কাউন্সিলর কংগ্রেসে যোগ দেওয়ায় নতুন বোর্ড গড়ে কংগ্রেস। বামেরা অনাস্থায় আনায় সেই থেকে পুরপ্রধান-হীন অবস্থায় ছিল ধুলিয়ান পুরসভা। ২ মার্চ তৃণমূলে যোগ দেন কংগ্রেসের সব কাউন্সিলরই। কলকাতা হাইকোর্টে মামলাও করেন তাঁরা। ইতিমধ্যে ২৬ মার্চ ফব কাউন্সিলর তুষারকান্তিবাবু তৃণমূলে যোগ দেন।

পড়ুয়া-বিক্ষোভ, স্কুল বন্ধ
ছাত্র বিক্ষোভে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দিল কর্তৃপক্ষ। নাকাশিপাড়ার পাটপুকুর হাইস্কুলে মিড ডে মিলে দুর্নীতি, নিয়মিত ক্লাসের দাবিতে শুক্রবার ছাত্রছাত্রীরা শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখায়। কর্তৃপক্ষ শনিবার স্কুল বন্ধ রাখলেও ছাত্রছাত্রীরা তালা ভেঙে ভিতরে ঢোকে। স্কুল পরিচালন সমিতি ও বিক্ষুব্ধ পড়ুয়াদের আলোচনায় কোনও সমাধানসূত্র বার হয়নি। সোমবার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন। বিক্ষোভকারী রুপা খাতুন, আনামূল শেখরা বলেন, “নিয়মিত ক্লাস হয় না। চাল চুরিও হচ্ছে লাগাতার। তাই আমরা আন্দোলনের পথে নেমেছি।” পরিচালন সমিতির সম্পাদক হোসেন আলি শেখ বলেন, “সিপিএম ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এসএম সাদি বলেন, “বিক্ষোভের সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। পরিচালন সমিতির ব্যর্থতার জন্যই পড়ুয়ারা পথে নেমেছে।”

‘ধর্ষণ’ করে খুন, অভিযুক্ত প্রাক্তন স্বামী
তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল তাঁরই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। বহরমপুরের চাঁদপাড়া গ্রামের ওই মৃতার পরিবারের অভিযোগ, আশা খাতুন নামে ওই মহিলাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে রাজু ও তার কয়েকজন সাগরেদ মিলে ধর্ষণ করে। তারপরে তাঁকে খুন করা হয়। তবে পুলিশ প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পায়নি বলে দাবি করেছে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান। তবে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। সোমবার সন্ধ্যায় আশা খাতুন রাজু শেখের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতেও মেয়ে বাড়ি না ফেরায় মেয়ের খোঁজে রাজুর বাড়ি যান তাঁর মা কুসুমবিবি। রাজু তাঁকে আশ্বাস দিয়ে জানান, তাঁর মেয়ে দ্রুতই ঘরে ফিরে যাবে বলে। এরপর মঙ্গলবার ওই তরুণীর দেহ মেলে।

আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার শ্বশুর
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক মহিলার শ্বশুরকে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ। নাম আমেদ আলি দফাদার। শান্তিপুরের দফাদারপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, সোমবার রাতে ঘরের ভিতরে দড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হন সাইনা বিবি (১৮) নামে ওই মহিলা।

অধীরকে প্রচারে ডাক
পঞ্চায়েত ভোটের প্রচারে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানালেন জলপাইগুড়ির জেলা কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকার ও নাগরাকাটার বিধায়ক জোসেফ মুণ্ডা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.