দেবজ্যোতি কর্মকার সম্পাদিত ‘দর্পণ’ পত্রিকার দশম বর্ষ পূর্তিতে অনুষ্ঠিত হল কবিতা উত্সব। গত রবিবার করিমপুর পাট্টাবুকা কমিউনিটি হলে অনুষ্ঠিত ওই উত্সবে দু’বাংলার কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। সেখানে প্রয়াত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে প্রকাশিত হয় ‘দর্পন’-এর ‘সুনীল আকাশ’ সংখ্যা।
|
গত বৃহস্পতিবার জিয়াগঞ্জের এডুকেশানাল সোসাইটির লাইব্রেরি হলে ‘অনুভব’ পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে শাহবাগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজক সংস্থার সম্পাদক সমীর ঘোষ বলেন, “আলোচনা ছাড়াও সেখানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।” |
নবদ্বীপ বইমেলা কমিটির আয়োজনে চলছে ত্রয়োদশ নবদ্বীপ বইমেলা। ৪ এপ্রিল ওই মেলার উদ্বোধন করে সাহিত্যিক দেবেশ রায়। এবারের ‘থিম’ বঙ্কিমচন্দ্রের ১৭৫তম ও দ্বিজেন্দ্রলাল রায়ের ১৫০তম জন্মবর্ষ। বই মেলায় মোট স্টলের সংখ্যা ৫০।
|
নবদ্বীপ শিক্ষামন্দির প্রাক্তন ছাত্র সম্মিলনীর মুখপত্র ‘প্রাক্তনীকথা’-র পঞ্চম সংখ্যার প্রকাশ উপলক্ষে গত শনিবার বিদ্যালয়ের রবীন্দ্রকক্ষে কবি সম্মেলনের আয়োজন হয়। উদ্বোধন করেন কবি দেবাশিস কর। ৪০ জন কবি অনুষ্ঠানে ছিলেন। |
নবদ্বীপের ‘ইতিবৃত্ত’ গ্রন্থের অখণ্ড সংস্করণ প্রকাশিত হয়েছে। ইতিহাসের স্থানীয় গবেষক মৃত্যুঞ্জয় মণ্ডল এক দশক আগে দু’টি খণ্ডে নবদ্বীপের ইতিবৃত্ত গ্রন্থটি রচনা করেন। |