|
|
|
|
এটিএম জালিয়াতি, ধৃত ৬ |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আন্তঃরাজ্য এটিএম জালিয়াতি চক্রের ৬ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে ঝাড়গ্রামের পুলিশ জেলার সুপার ভারতী ঘোষ দাবি করেন, সোমবার সন্ধ্যায় বালিভাসা জঙ্গল লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়ক থেকে ওই ৬ যুবককে গ্রেফতার করা হয়। ধৃত মুর্শেদ আলম, সাদিক রাজা হাসমি, মহম্মদ নাজিম, মহম্মদ ইমতিয়াজ, আখতার হোসেন ও মহম্মদ আক্রমকে এ দিন ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করা হলে ৬দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। |
|
ঝাড়গ্রাম থানায় ধৃতেরা। ছবি: দেবরাজ ঘোষ। |
পুলিশ জানিয়েছে, ধৃতেরা ঝাড়খণ্ড ও বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, দু’রাউন্ড গুলি, নগদ ৪৩ হাজার টাকা, পাঁচটি এটিএম কার্ড, একটি পেট্রো-কার্ড ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ভারতীদেবীর দাবি, সোমবার সন্ধ্যায় বালিভাসার জঙ্গল রাস্তায় জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড় করিয়ে ওই তরুণেরা একাধিক এটিএম কার্ড নষ্ট করে ফেলে দিচ্ছিল। সেই সময়ে ঝাড়গ্রাম থানার অন্তর্গত মানিকপাড়া বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর পাইনের নেতৃত্বে টহলদার পুলিশ-গাড়ি ওই রাস্তায় যাচ্ছিল। ওই তরুণদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের বমাল আটক করে পুলিশ। জেরায় এটিএম জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার কথা ওই তরুণেরা স্বীকার করায় তাদের গ্রেফতার করা হয়। এসপি’র দাবি, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং এ রাজ্যে একাধিক এটিএম জালিয়াতির ঘটনায় ওই তরুণেরা জড়িত। এটিএম কাউন্টারে গ্রাহকদের সাহায্য করার অছিলায় তারা পিন নম্বর জেনে সংশ্লিষ্ট কার্ডটি বদলে দিত। নকল কার্ড নিয়ে গ্রাহক বেরিয়ে গেলে মুহূর্তেই টাকা তুলে চম্পট দিত তারা। অভিযুক্তদের সঙ্গে থাকা গাড়িটিও আটক করা হয়েছে। পুলিশের দাবি, ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গাড়িটি ভাড়া করা হয়েছিল। |
|
|
|
|
|