দুই মেদিনীপুরেই প্রতিবাদ তৃণমূলের |
নিজস্ব প্রতিবেদন |
দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার দুই মেদিনীপুরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কর্মী-সমর্থকেরা। আজ, বুধবারও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ধিক্কার মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। কিন্তু, প্রতিবাদ মিছিলের বিরুদ্ধেই দুই জেলার নানা জায়গায় ভাঙচুরের অভিযোগ উঠল।
|
তমলুকে তৃণমূলের মিছিল। |
এগরায় তৃণমূলের ধিক্কার মিছিল |
|
মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুরে যুব তৃণমূলের মিছিল থেকেই সিপিএমের জেলা অফিস, জোনাল অফিস, ছাত্র-যুবর জেলা অফিসে ‘হামলা’ চালানো হয় বলে অভিযোগ। পার্টি অফিস লক্ষ করে ইট ছোড়া হয়, বেশ কিছু আলো ভেঙে দেওয়া হয়। জেলা অফিসের সামনে যখন মিছিল পৌঁছয় তখন অফিসের মধ্যেই ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার। হামলা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, “জেলার বিভিন্ন এলাকাতেই ভাঙচুর হয়েছে। কত দিন এমন হামলা চলবে জানি না। মাত্রাহীন ঔদ্ধ্যত্বে মানুষ আতঙ্কিত।” বেলদা, কেশপুর-সহ জেলার বিভিন্ন প্রান্তে হামলা হয়। বেলদার সিপিএম নেতা বঙ্কিম সিংহকে মারধর করা হয়। অন্য দিকে সিপিআইয়ের অভিযোগ মোহনপুর কাকুড়দায় দলীয় অফিস ভাঙচুর করেছে তৃণমূল।
|
|
সিপিএমের জেলা কার্যালয়ে ভাঙচুরের নমুনা দেখাচ্ছেন দীপক সরকার। |
মেদিনীপুরে টিএমসিপিও মিছিল ও প্রতিবাদসভা করে। দলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “বাম জমানায় সাধারন মানুষ কী অবস্থায় ছিলেন, দিল্লির ঘটনা থেকে তা স্পষ্ট। এমন ঘটনার নিন্দা করার ভাষা নেই।” একই সঙ্গে তাঁর দাবি, “তৃণমূল সর্বত্র শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি করছে।” মঙ্গলবার বিকেলে তমলুক শহরে তৃণমূল নেতা-সমর্থকরা মিছিল করে শহর পরিক্রমা করে। পাঁশকুড়ার মেচগ্রামে প্রায় আধ ঘণ্টা ধরে ৬ নম্বর জাতীয় সড়ক ও ঘাটাল-পাঁশকুড়া অবরোধ করে তাঁরা।
হলদিয়া-মেচেদা ৪১নম্বর জাতীয় সড়কও অবরোধ করে তৃণমূল। এক ঘণ্টার অবরোধে যানজট হয়। মহিষাদলে সিনেমা মোড় থেকে বিক্ষোভ মিছিল বেরোয়। সিপিএমের ধনেশ্বরপুর জোনাল কমিটির অফিসে ভাঙচুর চলে। কাছেই এক সিপিএম সমর্থকের চা দোকানেও ভাঙচুর করা হয় ও তাঁকে মারধর করা হয়। সিপিআইয়ের দাঁতন ২ ব্লক কমিটির অফিসে ভাঙচুর করা হয়। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শৈবাল গিরি বলেন, “দিল্লির ঘটনা জানতে পেরে সাধারণ মানুষ পথে নামেছে। তাঁদের নিয়ন্ত্রণ করার আগেই ছোটখাট কিছু ঘটনা ঘটেছে।” |
|
টিএমসিপির ধিক্কার মিছিল |
মোহনপুরে কয়েকজন সিপিএম নেতার বাড়িতে ভাঙচুর চালায় সিপিএম সমর্থকরা। চন্দ্রকোনা, দাসপুর, ঘাটাল শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল বের হয়। অভিযোগ দাসপুরে মিছিল শেষে তৃণমূল সমর্থকরা দাসপুর জোনাল অফিসে হামলা চালায়। সিপিএমের প্রতাপদিঘি জোনাল অফিসেও ভাঙচুর হয় বলে অভিযোগ। তৃণমূলের পটাশপুর ২ ব্লক যুব সভাপতি স্বপন মাইতি অবশ্য তা মানেননি।
|
ছবি: পার্থপ্রতিম দাস। |
|