|
|
|
|
চ্যাম্পিয়ন্স লিগ |
মেসি সম্ভবত আজ পরে নামবেন মাঠে |
নিজস্ব প্রতিবেদন |
এক দিকে জাভি বলছেন, “চোট সমস্যায় আমাদের ড্রেসিংরুম জর্জরিত। তবু প্যারিস সাঁ জাঁ-র বিরুদ্ধে ফিরতি ম্যাচে বার্সেলোনাই ফেভারিট। কারণ, ম্যাচটা আমাদের ঘরের মাঠে। ক’সপ্তাহ আগেই এসি মিলানের সঙ্গে দু’গোলে পিছিয়েও ন্যু কাম্পে ফিরতি ম্যাচে ওদের চার গোল মেরেছি। সেটা ভাবলেই আমাদের আত্মবিশ্বাসটা এমনিই চলে আসছে।”
অন্য দিকে, বেকহ্যাম যদি বলেন, “বার্সাকে ছিটকে দিতে যা-যা দরকার তার সব আমাদের প্যারিস সাঁ জাঁ টিমে আছে।” তা হলে ইব্রাহিমোভিচ বলে দিচ্ছেন, “ন্যু কাম্পে কিছু দিন আগে বার্সা ইতিহাস গড়েছিল। এ বার আমাদের পালা ওই মাঠে ইতিহাস গড়ার।”
এক দিকে, বার্সেলোনা বনাম প্যারিস সাঁ জাঁ। তো অন্য দিকে, জুভেন্তাস বনাম বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ রাত যেন হাজার আতসবাজির রোশনাই নিয়ে হাজির থাকার প্রত্যাশা জাগাচ্ছে ফুটবল মহলে। |
|
সঙ্গে কোটি টাকার প্রশ্নলিও মেসি কি খেলবেন বেকস-ইব্রাদের বিরুদ্ধে? হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে দিবারাত্র খাটছেন গত চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। যত দূর সম্ভাবনা, ক্যানসার সারিয়ে সবে গত ম্যাচেই বার্সার ডাগ আউটে বসা কোচ তিতো ভিলানোভা প্রথম দলে না রাখলেও রিজার্ভ বেঞ্চে রাখবেন মেসিকে। এবং তিনি সম্ভবত পরিবর্ত হিসেবে পরের দিকে নামবেন। তবে মেসি-ই তো নন, চোটের তালিকায় আছেন মাসচেরানো, পুয়োল, আদ্রিয়ানো। চোদ্দো মাস পর ক্যানসার-মুক্ত আবিদাল সবে আগের ম্যাচে কিছুক্ষণের জন্য খেলেছেন। প্যারিস সাঁ জাঁ-র ব্রাজিলীয় অধিনায়ক থিয়াগো সিলভা ম্যাচের ৩০ ঘণ্টা আগে টুইট করেছেন, “মেসির অভাব ঢাকার মতো আপফ্রন্টে প্লেয়ার আছে বার্সার। কিন্তু ডিফেন্সে পুয়োল-মাসচেরানোর অভাব পূরণ করা ওদের সমস্যা হবে।”
প্যারিস সাঁ জাঁ-ও অবশ্য কার্ড সমস্যায় পাচ্ছে না প্রথম পর্বের ২-২ ম্যাচে তাদের মহানায়ক মাতুইদি-কে। মাঝমাঠে হয়তো শুরু থেকে বেকহ্যাম-ভেরাত্তি বোঝাপড়ার দিকেই তাদের তাকাতে হবে। সেই সঙ্গে ইব্রা তাঁর পুরনো ক্লাবের হোম গ্রাউন্ডে কতটা জ্বলে ওঠেন তার উপরও ফরাসি দলের ভাগ্য নির্ভরশীল। যদিও বুকিদের বিচারে টানা পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ওঠার প্রশ্নে বার্সেলোনা ৭০ শতাংশ ফেভারিট। যেমন বায়ার্নের বিরুদ্ধে জুভেন্তাস ৭৪ শতাংশ ফেভারিট। যতই ঘরের মাঠে খেলুক ইতালীয় ক্লাবটি, বুফোঁরা কিন্তু প্রথম পর্বে ০-২ পিছিয়ে এবং বায়ার্ন চার দিন আগেই ২৩তম বুন্দেশলিগা খেতাব জেতায় রবেন-মুলার-রিবেরি-সোয়াইনস্টাইগাররা টগবগ করছেন। তা সত্ত্বেও জুভেন্তাস কোচ আন্তোনিও কন্তি-র অঙ্ক, তাঁর দলের হৃদপিণ্ড পির্লোকে মিউনিখে যে ভাবে অচল করে দিয়েছিলেন আলবা-মান্ডজুকিচ, সে ভাবে ইতালির মাঠে পারবেন না। পির্লো খেললে জুভেন্তাস জেতে এ বারের সিরি ‘এ’-তত্ত্ব নাকি চ্যাম্পিয়ন্স লিগেও দেখা যাবে বুধবার রাতে। |
|
|
|
|
|