দ্বিতীয় লেগে গালাতাসারে ৩-২ গোলে রিয়েল মাদ্রিদকে হারালেও দলকে রক্ষা করলেন সেই রোনাল্ডো। জোড়া গোল করে দুই লেগে মোট গোলের বিচারে ৫-৩-এ রিয়েলকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুললেন। প্রথম লেগে রিয়েল ৩-০ এগিয়ে ছিল।
|
সচিন তেন্ডুলকর অ্যানিমেশনের দুনিয়ায়। এতদিন তিনি টিভির পর্দা শাসন করেছেন ক্রিকেটার হিসেবে। এ বার অ্যানিমেশনে সচিনকে দেখা যাবে খুদে প্রতিভাদের ক্রিকেটের পাঠ পড়াতে। শুধু ক্রিকেটার হিসেবে দক্ষ করাই নয়, কী ভাবে মাটিতে পা রেখে চলতে হবে তাও শেখাবেন সচিন। ২২ মিনিটের ২৬টি এপিসোডের এই অ্যানিমেশন সিরিজের নাম দেওয়া হয়েছে ‘মাস্টার ব্লাস্টার’। সিরিজটির প্রযোজকরা জানাচ্ছেন, বছরখানেকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। ‘মাস্টার ব্লাস্টার’ নিজেও ব্যাপক উৎসাহী অ্যানিমেশনের দুনিয়ায় পা রেখে। সচিন বলেছেন, “আমার ছেলে-মেয়ের সঙ্গে এর আগে অ্যানিমেশন দেখাটা উপভোগ করেছি, আশ্চর্যও হয়েছি বারবার। এ বার নিজের অ্যানিমেশন চাক্ষুষ করাটা নিঃসন্দেহে অন্য রকম একটা অভিজ্ঞতা হবে।”
|
আইপিএলের জন্য ইংল্যান্ডের ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ খেলতে সমস্যা হচ্ছে। চিন্তিত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ডেভিড কলিয়ার তাই এপ্রিলের মধ্যে আইপিএল শেষ করার আর্জি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। ইংল্যান্ডের আন্তর্জাতিক সূচি শুরু হয় মে মাসের মাঝামাঝি আর আইপিএল শেষ হতে মে গড়িয়ে যায়। চলতি মরসুমেও আইপিএল শেষ হবে ২৬ মে। শুধু ভারতীয় বোর্ডই নয়, ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সূচির ক্রমশ বেড়ে চলা ‘টেনশন’ নিয়ে কলিয়ার অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা করেছেন। তবে ইংল্যান্ড বোর্ডের কর্তা চাইলেও আগামী তিন মরসুমে আন্তর্জাতিক ক্রিকেটের যা সূচি তাতে আইপিএল এপ্রিলের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা কম। |