|
|
|
|
টো-ফা জুটিকে চ্যালেঞ্জ বর্ষীয়ান ইয়াকুবুর |
তানিয়া রায় • কলকাতা |
মোহনবাগানের বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগে দুরন্ত ছন্দে থাকা টোলগে-ওডাফাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুম্বই এফসি’র ইয়াকুবু!
বাগানের নাইজিরীয়-অস্ট্রেলীয় স্ট্রাইকার জুটিকে আটকানোর জন্য যখন আলাদা করে অঙ্ক কষছেন মুম্বই এফসি’র কোচ খালিদ জামিল, তখন খানিকটা ‘আ দেখে যারা, কিসমে কিতনা হ্যায় দম’-এর স্টাইলেই ছত্রিশ বছরের ইয়াকুবুর হুঙ্কার, “ওডাফা-টোলগেকে টেক্কা দিতে আমি তৈরি। দেখা যাক কে সফল হয়।”
ইয়াকুবুকে আবার পালটা চ্যালেঞ্জ মোহন অধিনায়কেরও। ওডাফা বললেন, “কে কী বলল জানি না। ঘরের মাঠে খেলা। তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছি না।” টোলগে অবশ্য মুখে নয়, মাঠেই ইয়াকুবুর চ্যালেঞ্জের জবাব দিতে বদ্ধপরিকর। |
|
বল গড়ানোর অনেক আগে থেকেই মোহনবাগান-মুম্বই এফসি’র মধ্যে শুরু হয়ে গিয়েছে কথার লড়াই। তবে ফুটবলারদের মতো আবেগে ভাসছেন না দু’দলের অভিজ্ঞ কোচ। বরং একে অপরকে যথেষ্ঠ সমীহ করছেন। করিম যেমন বলেই দিলেন, “মুম্বই এফসি’র বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। লড়াকু দল। ইয়াকুবুর মতো ফুটবলাররা রয়েছে। আমাদের বাড়তি গুরুত্ব দিতেই হবে।” খালিদ জামিল আবার বললেন, “টোলগে-ওডাফা-নবিদের মতো ফুটবলার যে দলে থাকবে তাদের তো সমীহ করতেই হবে। আর অবনমনের আওতায় থাকা মোহনবাগান এখন আহত বাঘের মতোই ভয়ঙ্কর।”
অবনমন বাঁচাতে মোহনবাগানের সামনে এই মুহূর্তে জয় ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে জয়টা আত্মবিশ্বাস বাড়িয়েছে ওডাফাদের। ঘরের মাঠে মুম্বই এফসিকে হারাতে পারলে দুই ম্যাচ কম খেলেও এয়ার ইন্ডিয়াকে ছুঁয়ে ফেলবে মোহনবাগান। এই তথ্যটাই মুম্বই এফসি’র বিরুদ্ধে নামার আগে উদ্দীপ্ত করছে করিম ব্রিগেডকে।
সোমবার রাতে গোয়া থেকে ফিরে মঙ্গলবারই কল্যাণী পৌঁছে গিয়েছেন নবিরা। ফুটবলাররা ক্লান্ত থাকায় এ দিন অবশ্য হালকা অনুশীলন করালেন করিম। তবে এরই মাঝে নিজের পুরনো ছাত্র ইয়াকুবকে আটকানোর টোটকা ইচেকে শিখিয়ে দিতে ভুললেন না মরক্কান কোচ।
এ দিকে চোট ও কার্ড সমস্যার কারণে ইয়াকুবু আর হারুন আমিরি ছাড়া বাকি দুই বিদেশি ইভান্স ও ওপারাকে পাবেন না খালিদ জামিল। কার্ড সমস্যায় জাস্টিনও থাকছেন না দলে। এটা যেমন মোহনবাগানের প্লাস পয়েন্ট, তেমনই কার্ডের জন্য আইবরের না থাকাটা আবার ভোগাতে পারে মোহনবাগানকে।
তবে টোলগে-ওডাফা জুটির এই মুহূর্তের পারফরম্যান্সই এখন মোহনবাগানের আসল অক্সিজেন। মরসুমের শেষে এসে তাই সবুজ-মেরুন সমর্থকরা নতুন করে ছড়া বেঁধেছেন, “টোলগে-ওডাফা খেলবে, বিপক্ষ ভয়ে কাঁপবে...।”
|
বুধবার
আই লিগে
মোহনবাগান: মুম্বই এফসি (কল্যাণী, ৩.৩০) |
|
|
|
|
|