বৈঠক নতুন যুব কংগ্রেস সভাপতির |
মেদিনীপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় সংগঠনের পদাধিকারীদের নিয়ে বৈঠক করলেন নতুন যুব কংগ্রেস সভাপতি পার্থ ভট্টাচার্য। মঙ্গলবার দুপুরে মেদিনীপুরে জেলা কার্যালয়ে বৈঠকে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে, ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল প্রমুখ। ক’দিন আগেই যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন হয়েছে। বিধানসভা, লোকসভা এবং প্রদেশ- তিনটি স্তরে কমিটির জন্য নির্বাচন হয়। মেদিনীপুর লোকসভার সভাপতি হয়েছেন পার্থ ভট্টাচার্য। ঝাড়গ্রাম এবং ঘাটাল লোকসভার সভাপতি যথাক্রমে মহম্মদ সামিম ও সুপ্রিয় বেরা। ঝাড়গ্রাম লোকসভার সভাপতিও বৈঠকে ছিলেন। ২৪ এপ্রিল কংগ্রেসের ছাত্র-যুব সংগঠনের আইন অমান্য রয়েছে। ওই কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়। পার্থবাবু বলেন, “সংগঠনের নানা বিষয়েই আলোচনা হয়।”
|
তৃণমূল ও সিপিএমের বিবাদে সোমবার রাতে উত্তেজনা ছড়াল মোহনপুর থানা এলাকার পারই ও ঘোলাই গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিপিআই পরিচালিত সাউটিয়া গ্রাম পঞ্চায়েতে সোমবার তৃণমূল অনুন্নয়ন-সহ একাধিক দাবিতে স্মারকলিপির কর্মসূচি নিয়েছিল। সে সময় তাঁরা প্রধানকে ঘেরাও করে সন্ধ্যে পর্যন্ত বিক্ষোভ দেখায় এবং সিপিআই সমর্থক নির্দল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ ভঞ্জকে হেনস্থা করেন বলে অভিযোগ। তৃণমূলের মোহনপুর ব্লক সভাপতি প্রদীপ পাত্রের অভিযোগ, “স্মারকলিপি দেওয়ার পর আমাদের কর্মী সমর্থকরা পাশের বাজারে নিজেদের মধ্যে কথা বলছিলেন। সে সময় সিপিএম ও সিপিআই কর্মীরা সিপিএমের স্থানীয় শাখা সম্পাদক কমল শীটের নেতৃত্বে আমাদের কর্মীদের উপর চড়াও হয়।” সিপিএমের মোহনপুর জোনাল কমিটির সম্পাদক রমণীমোহন জানা এই অভিযোগ অবশ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “পঞ্চায়েত ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে মিথ্যে বলছে তৃণমূল।” তাঁর পাল্টা অভিযোগ, “স্মারকলিপি দেওয়ার পরে ওরা পারই শাখা কমিটির কার্যালয়ে হামলা চালায়। জোর করে খুলে দেয় বুথ ও কার্যালয়ের দলীয় পতাকাও।”
|
একশো দিনের কাজের প্রকল্পে পুকুর সংস্কার করতে গিয়ে বন্দুক উদ্ধার হল পিংলার নারাঙাডিহিতে। সোমবার বিকেলে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। গ্রামে একটি পুকুর সংস্কারের কাজ চলছিল। মাটি কাটতে গিয়ে বন্দুকটি পাওয়া যায়। তৃণমূলের অভিযোগ, সিপিএমের লোকেরা এক সময় অবৈধ বন্দুক মজুত করেছিল। পালাবদলের পর তা পুকুরে ফেলে দিয়েছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
|
লোডশেডিং ও লো-ভোল্টেজে চাষে ক্ষতি হচ্ছে। প্রতিবাদে পথে নামল সিপিএমের কৃষকসভা। মঙ্গলবার সবংয়ে বিদ্যুৎ দফতরে বিক্ষোভ-ডেপুটেশন হয়। কৃষকসভার বক্তব্য, এমন পরিস্থিতিতে চাষ মার খাচ্ছে। কৃষকেরা সেচের জল পাচ্ছেন না। অন্য দিকে, সবংয়ের আধা সিমলা ও খেপাল মোড়ে পথ অবরোধ করেন স্থানীয় কৃষকেরা। পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে।
|
দুরন্তর কামরার এসি বিকল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
একটি কামরার এসি বিকল হয়ে পড়ায় প্রায় ৪ ঘন্টা খড়্গপুর স্টেশনে দাঁড়িয়ে রইল যশবন্তপুরগামী দুরন্ত এক্সপ্রেস। পরে সাঁতরাগাছি থেকে অন্য একটি এসি কামরা এনে ট্রেনের সঙ্গে লাগানো হয়। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদারের বক্তব্য, “একটি কোচের এসি বিকল হয়ে পড়ায় ট্রেনটি খড়্গপুরে দাঁড়িয়ে গিয়েছিল। কেন এসি বিকল হল, খতিয়ে দেখা হচ্ছে।” দুপুরে ট্রেনটি খড়্গপুরে পৌঁছনোর পর দেখা যায় একটি কামরার এসি বিকল হয়ে গিয়েছে। যাত্রীদের দাবি মেনে সাঁতরাগাছি থেকে একটি এসি কামরা আনার ব্যবস্থা করা হয়। তারপর বিকেল ৫টা নাগাদ ট্রেনটি যশবন্তপুরের উদ্দেশে রওনা দেয়।
|
৫৭ জন সিটু ছেড়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি রতন দে। সোমবার সন্ধ্যায় শ্যামচকে এক সভা হয়। সেখানেই ওই কর্মীরা দলবদল করেন। সিটু নেতৃত্ব অবশ্য জানান, কেউ সংগঠন ছেড়েছেন, এমন কোনও খবর তাদের কাছে নেই। |