কেশিয়াড়ি থেকে চোরাই কাঠ উদ্ধার করল বন দফতর। সোমবার রাতে কেশিয়াড়ি ব্লকের কুলবনি-নছিপুর রাস্তায় নজরদারি চালাচ্ছিলেন দফতরের কর্মীরা। সেই সময় একটি কাঠ বোঝাই পিক-আপ ভ্যান আটক করা হয়। ওই ভ্যানে শাল কাঠ বোঝাই করা ছিল। উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য এক লক্ষ টাকারও বেশি। এক নির্দিষ্ট সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই ওই রাস্তায় তল্লাশি চালানো হয়েছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।
বেলদার রেঞ্জার দিলীপকুমার জানা বলেন, “সোমবার রাতে একটি পিক-আপ ভ্যান আটক করা হয়। ভ্যানে শাল কাঠ ছিল। তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।”
প্রাথমিক তদন্তে বন দফতরের অনুমান, নয়াগ্রামের জঙ্গল থেকেই এই চোরাই কাঠ আনা হচ্ছিল। কাঠগুলো কোথায় পাচার করা হচ্ছিল, তদন্তে তা-ও খতিয়ে দেখছে দফতর। জঙ্গলের গাছ কেটে বেআইনি ভাবে কাঠ পাচারের অভিযোগ নতুন নয়। কয়েক বছর আদে আন্দোলন-অবরোধের সময় জঙ্গলমহলেও প্রচুর গাছ কাটা পড়েছে। সেই সঙ্গে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী যথেচ্ছ কাঠ অবৈধ ভাবে পাচার করছে । সেই সময় জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় সুরক্ষা কমিটির সদস্যরা কাজ করতে পারতেন না। এখন অবশ্য সেই পরিস্থিতি নেই। তবে এর মধ্যেও কাঠ পাচার চলছে বলে অভিযোগ।
মঙ্গলবার সকালে খড়্গপুরেও একটি কাঠ বোঝাই লরি আটক করা হয়। কাঠ বোঝাই লরিটি জাতীয় সড়কের দিয়ে যাচ্ছিল। লরিটি আটক করে খড়্গপুর লোকাল থানার পুলিশ। পুলিশের দাবি, পরে অবশ্য দেখা যায়, এ ক্ষেত্রে কাঠ নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র রয়েছে। ফলে, পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। |