কলকাতায় বেআইনি বাড়ির সংখ্যা যে বাড়ছে, তা স্বীকার করে নিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মহারাষ্ট্রের ঠাণেতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় আশঙ্কা প্রকাশ করে শোভনবাবু বলেন, “এ বার থেকে বেআইনি বাড়ির মালিক বা প্রোমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
শহরের বেআইনি বহুতল নিয়ে এখন কপালে ভাঁজ পড়েছে পুলিশেরও। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার প্রতিটি বরোয় বেআইনি নির্মাণ রুখতে মঙ্গলবার পুরসভায় মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে জরুরি বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ। |
পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে মেয়র। মঙ্গলবার। —নিজস্ব চিত্র |
সিদ্ধান্ত হয়েছে, এ বার থেকে বিল্ডিং দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারেরা শহরের প্রতিটি বরোর বেআইনি নির্মাণ আটকাতে কলকাতা পুলিশের ডিসি-দের সঙ্গে যৌথ ভাবে ব্যবস্থা নেবেন। এ দিনের ওই বৈঠকে হাজির ছিলেন কলকাতা পুরসভার কমিশনার খলিল আহমেদ-সহ বিল্ডিং বিভাগের আধিকারিকেরাও।
মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “ঠাণের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। বেআইনি বাড়ির হদিস পেলে তখনই ব্যবস্থা নেওয়া হবে।” মেয়রের দাবি, “গত ছ’মাসে আমরা ৬৩টি বেআইনি বাড়ি ভেঙেছি। ২৫ জন মালিকের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে।” কাজ কতটা এগোচ্ছে, তা জানার জন্য প্রতি মাসেই পুলিশ কমিশনারের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানান মেয়র। |